Alapon

চাই প্রিয় ব্যক্তিত্ব চাই প্রিয় নেতৃত্ব (বই রিভিউ)

‘চাই প্রিয় ব্যক্তিত্ব, চাই প্রিয় নেতৃত্ব’ বইটা প্রথম দেখি এক বড় ভাইয়ের বুক শেলফ-এ। তখন আমি ক্লাস নাইনে পড়ি। কেন জানি না, বইটার নাম দেখেই ব্যাকুল হয়ে গেলাম। সেই ভাইয়ের কাছে বহু কাকুতি মিনতি করে বইটা পড়তে নিয়েছিলাম। কাকুতি মিনতি করার কারণ, আমার বদ অভ্যাস । একবার বই হাতে পেলে সেই বই আর দিতে ইচ্ছে করে না... 

আমার বই পড়া কিছুটা টিএন্ডটি গতিতে চলে। বুঝে বুঝে লাইন বাই লাইন মজা নিয়ে পড়তে ভালো লাগে। কিন্তু প্রায় ২২৫ পৃষ্ঠার সেই বইখানি মাত্র দুই দিনেই পড়ে শেষ করে ছিলাম। কিন্তু শেষ করার পরও যেন মনে হচ্ছিল, বইটা আবার পড়ি। বইটা যেন আমার জন্যই লেখা হয়েছে।

বইয়ের শুরুতেই লেখক প্রশ্ন করেছেন, ‘এই বইটি কেন পড়বেন?’

উত্তর লেখক নিজেই দিয়েছেন। সে-উত্তরের কিয়দাংশ তুলে ধরছি-
‘আপনি যদি বই পড়ুয়া হন, তবে এ বইটিও আপনার পাঠের অর্ন্তভুক্ত করুন! কম পড়ুয়া হলে কম করে হলেও এটি পড়ুন। বই পড়ায় অভ্যস্ত না হলে এটি দিয়ে আরম্ভ করুন।’

আর এ-বই যখন একবার পড়া আরম্ভ করবেন তখন শেষ না করে অন্য কোনো বইয়েই মন দিতে পারবেন না! এই বইটাতে কি নেই?

চলুন সূচিপত্র থেকে কিছুটা ধারণা নেওয়া যাকঃ

* চাই প্রিয় ব্যক্তিত্ব চাই প্রিয় নেতৃত্ব
* মন্দ কথা ছাড়ুন সুন্দর কথা বলুন
* নিজেকে জাগান সময় কাজে লাগান
* বই পড়ুন জীবন গড়ুন
* কুরআন জানুন কুরআন মানুন
* প্রশিক্ষণ নিন দক্ষতা উন্নয়ন করুন 
* সুবক্তা হোন সত্যের আলো ছড়িয়ে দিন
* সুলেখক হোন পাঠকের মন জয় করুন
* ব্যবসা করুন উপার্জন করুন আয় করে ব্যয় করুন
* আল কুরআনের আয়নায় শ্রেষ্ঠ জীবনের কাঙ্খিত মান
* হাদিসে রসূলের আয়নায় শ্রেষ্ঠ জীবনের কাঙ্খিত মান
* সুন্দর জীবনের উত্তম আদর্শ
এবং
* সবার সেরা ব্যক্তিত্ব সবার প্রিয় নেতৃত্ব

আমার জীবনের প্রভাব বিস্তারকারী বইগুলোর মধ্যে আবদুস শহীদ নাসিম স্যার রচিত ‘চাই প্রিয় ব্যক্তিত্ব চাই প্রিয় নেতৃত্ব’ বইখানি অন্যতম। বইটি এখন পর্যন্ত ৬ বার পড়েছি। এবার নতুন এবং আকর্ষনীয় প্রচ্ছদে হাতে পেলাম। কিছুদিন থেকেই ভাবছিলাম, বইটি আবারো পড়ব। নতুন প্রচ্ছদ আবদ্ধ হয়ে আসার পর সেই আগ্রহ আরো দ্বিগুন হয়ে গেল।

বইয়ের নাম: চাই প্রিয় ব্যক্তিত্ব চাই প্রিয় নেতৃত্ব
লেখক: আবদুস শহীদ নাসিম
প্রকাশনী: বর্ণালি বুক সেন্টার

পঠিত : ১৭৫১ বার

মন্তব্য: ০