Alapon

পোস্ট অফিস সঞ্চয়পত্র ও বাংলাদেশ সঞ্চয়পত্র প্রসঙ্গে।

বাংলাদেশ সঞ্চয় ব্যুরোর খেলামেলাই বুঝা মুশকিল হয়ে গেছে। 
সিডিউল ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে রাখার সুবাদে, তাদের বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার এখনও ১১ এর উপরে রেখে জনগনের টাকা দুহাতে সরকারী কোষাগারে তুলে নিচ্ছে। 
সুযোগে দেশের মানুষ ব্যাংকের টাকা তুলে নিয়ে পোস্ট অফিসে জমা করার জন্য ভিড় জমাচ্ছে। ইহা জনগনের টাকা সরকারের করায়ত্ত করার একটা কৌশল হতে পারে। 
কেননা শুনা যাচ্ছে সরকারী সবগুলো ব্যাংকই লোকসান দিতে দিতে তাদের মূলধনই খেয়ে বসে আছে। এখন আগামী জুন মাসে সেই ব্যাংকগুলিকে সরকারী কোষাগার থেকে ভর্তুকি না দিলে ব্যাংকগুলি রীতিমত মুখ থুবড়ে পড়বে।

যদি সরকার / সরকারী ব্যাংকগুলি অর্থনৈতিকভাবে অাগামী দুই / তিন বছরের মধ্যে কোমড় সোজা দাড়াতে না পারে, তবে জনগনের টাকা ফেরত দিতে সরকারের কষ্ট হবে তাতে কোন সন্দেহ নাই।

পঠিত : ১০০২ বার

মন্তব্য: ০