Alapon

বাংলাদেশে ওয়াজের সংস্কৃতি এবং আমার কিছু প্রশ্ন...

আসছে শীতকাল, ওয়াজের মৌসুম। প্রতি বছরের মতো এই বছরেও দেশের নানা প্রান্তে ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে। সাধারণ মানুষের মাঝে ইসলামী উদ্দীপনা জাগ্রত রাখার জন্য এই ধরণের আয়োজন প্রশংসার দাবি রাখে। কিন্তু, এর আয়োজন বিষয়ে কিছু প্রশ্ন রয়ে যায় যা শরিয়াহ দৃষ্টিকোণ থেকে আলোচনার দাবি রাখে। আশা করি সংশ্লিষ্টরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

এখানে আলোচনা না করে শুধু মূল পয়েন্টগুলো তুলে ধরছি।

১. ওয়াজ মাহফিলের নির্দিষ্ট স্থানের বাহিরেও লাউড স্পিকার ব্যবহার
২. আবাসিক এলাকায় লাউড স্পিকার ব্যবহার 
৩. গভীর রাতেও লাউড স্পিকার ব্যবহার
৪. দীর্ঘ সময় ধরে লাউড স্পিকার ব্যবহার
৫. মূল বক্তব্যের আগে থেকে লাউড স্পিকার ব্যবহার করে বিভিন্ন অগুরুত্বপূর্ণ বক্তব্য
৬. অনুমতি ছাড়া ওয়াজের পোস্টার সাঁটানো এবং ওয়াজ মাহফিল শেষে তা পরিষ্কার না করা 
৭. সাধারণ মানুষ চলাচলের রাস্তা দখল করা 
৮. তোরণ নির্মাণ করে জন চলাচলে অসুবিধা সৃষ্টি এবং অপচয় 
৯. বক্তার নামের আগে পরে বিভিন্ন ধরণের বিশেষণ ব্যবহার 
১০. বক্তার নামের আগে পরে এমন পদবি যোগ করা যা তিনি ধারণ করেন না

কেউ প্রশ্ন তুলতেই পারে যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক আয়োজনেও এই ধরণের অসুবিধা সৃষ্টি করা হয় এবং অতিরঞ্জন করা হয়। খেয়াল রাখা প্রয়োজন যে এই আয়োজনগুলোর সাথে ইসলামিক আয়োজনের পার্থক্য হচ্ছে, ইসলামিক আয়োজন মানুষকে ভুল এবং ঠিকের পার্থক্য করতে শেখানোর কথা। তারা নিজেরাই ভুলের অনুসরণ করার কথা না।

উপরের বিষয়গুলোতে মূল ভূমিকা রাখেন আয়োজকরা। বক্তার এই ক্ষেত্রে দায় হচ্ছে বিষয়গুলো উপস্থাপন করা এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করা।

=======
সংযোজন:

অল্প সময়ে এই লেখায় প্রচুর মন্তব্য এসেছে। তার আলোকে কিছু বিষয় যোগ করছি -

১. এই লেখায় ওয়াজের বিরোধিতা করা হয়নি, কিন্তু এর আয়োজনের কিছু দিক ধর্মীয় আলোকে আলোচনার আহবান জানানো হয়েছে। 
২. উচ্চ শব্দে সর্বসাধারণের অসুবিধা সৃষ্টি করে গান-বাজনা বা অন্য যে কোনো আয়োজন অবশ্যই নিন্দনীয়, হোক সেটা বিয়ে, গায়ে হলুদ বা অন্য কোনো উপলক্ষ। 
৩. যেহেতু অনেকেই ইসলামিক চিন্তাধারা থেকে মন্তব্য করছেন, অনুরোধ থাকবে মন্তব্য করার ক্ষেত্রে ইসলামিক শিষ্টাচার বজায় রাখার জন্য।

(বিভিন্ন মন্তব্যে সহমত এবং দ্বিমতের মূল বিষয়গুলো উঠে এসেছে। এর অতিরিক্ত অপ্রয়জনীয় বা সময় নষ্টকারী, এই আশংকা থেকে মন্তব্যের অপসন টার্ন অফ করে দেয়া হয়েছে।)

পঠিত : ১২৮১ বার

মন্তব্য: ০