Alapon

হুজুরের ডায়েরি -০১

-কি এক অবস্থা! আমাদের নেক্সট জেনারেশন কে এইসব কি শিখানো হচ্ছে! (প্রগতিশীল)
-কেন কি হয়েছে? কি শিখানো হচ্ছে? (হুজুর)
-লাইব্রেরীতে একটা বই কিনতে গেছিলাম।একটা ছোটবাচ্চাদের বই হাতের কাছে পেয়ে খুলে এ কি দেখলাম!!!!
-কি দেখেছেন?
-অ তে অযু,ই তে ইসলাম, গ তে গুনাহ, হ তে হারাম এইসব  শিখানো হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন কে।সাম্প্রদায়িকতা শিখানো হচ্ছে তাদের।
-ও আচ্ছা।
-এ কি অবস্থা আমাদের দেশে।এসব দেখার জন্য কি আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করছি? অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এসব দেখার জন্য কি আমরা এগিয়ে যাচ্ছি? আমাদের নেক্সট জেনারেশন কে ছোট থেকেই এই কারণে কি পিউর বাংলা সংস্কৃতির সাথে পরিচিত করাচ্ছি? এইসব দেখার জন্য? 
-ও আচ্ছা।
-এসব সাম্প্রদায়িকতা আমাদের দেশে চলবেনা।সাম্প্রদায়িকতা নিপাত যাক,হুজুররা নিপাত যাক!
- তা জনাব র তে রথ আর ঋ তে ঋষি শিখানো হলে সাম্প্রদায়িকতা হয়না,অ তে অযু শিখাইলেই সাম্প্রদায়িকতা হয়!
-ইয়ে মানে.....আসলে....
-আপনার নাম টা কি বলা যাবে জনাব?
-আসাদ নুর।
-কি!! আসাদ নুর!! হায় হায়!!! কি সাম্প্রদায়িক!!!  আপনার নাম মাইকেল আসাদ নাথ নুর হওয়া দরকার। মাইকেল আসাদ নাথ নুর।
আহা!! কি অসাম্প্রদায়িক। 
-ধুর মিয়া.........(রেগে গিয়ে)

(রুমমেট হুজুরের ডায়েরী থেকে।)

পঠিত : ৮৭০ বার

মন্তব্য: ০