Alapon

বৌকে ভালোবাসা (আঞ্চলিক ভাষায়)

 

একদিন বল্টু গেচে সভা শুনতি। 
যায়ে দেকে হুজুর কচ্চে, "বউগের সাতে ভালো ব্যাবহার করবা,  গালাগালি দিবানা, ইট্টু আদর যত্ন করবা,  রান্দা করে খাতি দিলি ইট্রু ভালো ভালো কতা কবা" তালি পারে সংসারে সুক শান্তি আসপে। 

এইসপ কতা শুনে বল্টু বাড়ি গেলো। 
আর বল্টুর বউ তকন ভাত তরকারি আইনে দিলো। বল্টু খাতি বসে পড়লো। 
আর তকন বল্টুর মনে পড়লো হুজুরির সেই কতা কয়ডা। 

 তকন বল্টু মনে চিন্তা কল্লো বউরে আজকে ইট্টু প্রশংসা করে দেকি, "কিরাম ভালোবাসে দেকি"

বল্টু : আজকে তরকারি যা স্বাদ হয়েচে না, তুমার হাতে যাদু আচে গো আহা হাহাহা কি দারুন লাগচে। 

(এই কতা শুনে বল্টুর বউ গেলো হাসেলে, যায়ে আরও ভাত তরকারি আইনে দিলো বল্টুর মাতায় ঢাইলে।) 
বৌ: আর কলো খা জলমদার মরনের খওয়া খা। আমি কুড়ি বচর ধইরে রান্দে খওয়াচ্চি তাতে কোন নাম নেই।  আর আজকে না রান্দে,  পাশের বাড়িত্তে নিয়ে আসলাম সেইতা তুমার খুপ ভালো লাইগলো। একনতে পাশের বাড়িত্তে খায়ে আসপি।  আমার কাচে খাতি চালি মুতা ঝাটা দিয়ে তোর ফিসে দিবানে। 

তকন বল্টু মনে মনে কচ্চে কি কত্তি সভা শুনতি গিইলাম। 

এইজন্নি কচ্চি কারুর কাচে কিচু শুনে আইসে, ভালো করে না বুজে না শুনে আরেক জুনার কাচে না কওয়ায় ভালো। না বুজে কলি বল্টুর মতন হবেনে কলাম...

পঠিত : ১০৯০ বার

মন্তব্য: ০