Alapon

মনোরোগ

১. দক্ষ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করান। *

২. এক ভারসাম্যপূর্ণ ও স্থায়ী দৈনন্দিন তালিকা মেনে চলুন।

৩. কাজে ব্যস্ত থাকুন।

৪. পর্যাপ্ত পরিমাণে ঘুমান।

৫. আরাম করার জন্য সময় করে নিন।

৬. পুষ্টিকর ও সুষম খাবার খান।

৭. মদ্যপান করা এবং যে-নেশাকর ওষুধ আপনাকে গ্রহণ করতে বলা হয়নি, সেগুলো গ্রহণ করা কমান।

৮. নিজেকে অন্যদের থেকে আলাদা করে নেবেন না; সেই লোকেদের সঙ্গে সময় কাটান, যাদেরকে আপনি বিশ্বাস করেন এবং যারা আপনার যত্ন নেয়।

৯. আপনার আধ্যাত্মিক প্রয়োজনের প্রতি মনোযোগ দিন। *

পঠিত : ৬৪৫৯ বার

মন্তব্য: ০