Alapon

একটি স্বাধীনতা পেলে

কথা ছিলো একটি স্বাধীনতা পেলে,
কবি লিখবে না তাঁর, বেদনার কবিতা
কথা ছিলো একটি স্বাধীনতা পেলে,
গায়িকারা করবে না অার বেদনার গান। 

কথা ছিলো একটি স্বাধীনতা  পেলে
বস্তির সেই অসহায় মেয়ে গুলো, 
শীতের সকালে ওম নেবে জাতীয় সংগীতে

কথা ছিলো একটি স্বাধীনতা পেলে
ভূমিহীন সখিনা গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বৈশাখে,
দুধে ভাতে খেয়ে বাঁচবে অসহায় শিশু গুলো। 

কথা ছিলো একটি স্বাধীনতা পেলে
আমাদের বেদনা গুলো জমা দেবো বিশ্বযাদুঘরে 
দেশের সম্মানে সকলে দাড়াঁবো এক কাতারে, 
সুখ গুলো ভাগ করে নিয়ে যাবো নিজের সংসারে। 
.....................??
লেখকঃ মোঃ তানভীর অাহম্মেদ রনি  
 ১১ফেব্রুয়ারী ২০১৯ ইং

পঠিত : ১২৯১ বার

মন্তব্য: ০