Alapon

"হে বন্ধু! ~ আহমদ মুসা


হে বন্ধু! 
কখনো কি রাত জেগেছো দ্বীনের খেদমতে?
জায়নামাজে ক্রন্দন করেছো গভীর রজনীতে?
অশ্রুসজল নয়নে ভুলের হয়েছে কি স্বীকার? 
বুঝে- না বুঝে যত পথ মাড়িয়েছো পাপের?

হে বন্ধু!
কখনো কি তোমার কর্ণে গেঁথেছে ফজরের আহবান?
কখনো কি বিসর্জন দিয়েছো আরামের ঐ স্থান?
কখনো কি হৃদয় ব্যথিত হয়েছে মজলুমের আর্তনাদে?
কখনো কি ভেবেছো আশ্রয়হীন মানুষের ফরিয়াদে?

হে বন্ধু! 
কখনো কি বিপ্লবী হয়েছো আল্লাহ-নবীর অপমানে?
কখনো কি চিন্তার কারণ হয়েছে দ্বীনের বিভাজনে? 
কখনো কি জেগেছে তোমার বিবেক সত্য পথের সন্ধানে?
কখনো  কি কেঁপেছে তোমার হাত হারাম উপার্জনে?  


হে বন্ধু! 
ভেবেছো কি তুমি এখনও হয়নি সময় ভাবনার? 
ঘুম কি ভাঙ্গেনি এখনও নতুন করে স্বপ্ন দেখার?
কখনো কি চিন্তা করেছো অনন্ত জীবনের প্রস্তুতি নিয়ে?
কি জবাব দিবে তখন অন্তিম কাল আসে  যদি ঘনিয়ে? 
 





পঠিত : ১৭০৭ বার

মন্তব্য: ০