Alapon

সুখ অসুখ | স্মরণ সঞ্চয়

হৃদপ্রকোষ্ঠে প্রকম্প,
কি যেন এক অসুখ বেঁধেছে;
সুখগুলো যেন কংকর 
সুখগুলো যেন নশ্বর।
কতদিন সুখ খুঁজেছি!
মাঝপথে দাড়িয়ে আক্ষেপ কিনেছি।
ভালোবাসার সুখ বুঝি অসুখে?
চারদেয়ালে মায়াজাল বুনেছি, 
অবকাশের স্রোতে গা ভাসিয়েছি।
আজ অযৌক্তিক কত হাঁসি,
আর নিরর্থক কথা বলি।
অভিনয়ে সুখ না থাক,
অসুখটা যে বেজায় আছে।
ভালোবাসার সুখ যে অসুখ! 
নিঃশব্দে কাঁদবো একটু?
ছাঁয়ার ওপাশ থেকে সে বলতো যদি,
কাঁদবে কেনো আজ?
এতটা পথ হেঁটে এসেছি,
কবিতাগুলো রেঁধে এনেছি।
ঘ্রাণ নিয়ে দেখবেনা? 
নাকি নিরর্থক ভেবে যাবে
ভালাবাসার সুখ কি অসুখে? 

























































পঠিত : ১৫৩৩ বার

মন্তব্য: ০