Alapon

ভালবাসি জান্নাতের সরদার হুসাইন রাদ্বিইয়াল্লাহু আনহু’কে


   রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদ্বিইয়াল্লাহু আনহুমা’কে নিয়ে ইরশাদ করেন:
الْحَسَنُ وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ 
“হাসান এবং হুসাইন (রাদ্বিইয়াল্লাহু তায়ালা আনহুমা) উভয়ে জান্নাতি যুবকদের সরদার।” [সুনান তিরমিজি: ৩৭৭৫। সনদের মান সহীহ।]

  •    হুসাইন রাদ্বিইয়াল্লাহু তায়ালা আনহু’কে ভালবাসার কথা জানিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন:
اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُمَا فَأَحِبَّهُمَا
“হে আল্লাহ! নিশ্চয়ই আমি তাঁদের উভয় (হাসান ও হুসাইন রাদ্বিইয়াল্লাহু আনহুমা)’কে ভালোবাসি, আপনিও তাঁদেরকে ভালেবাসুন।” [সাহীহ বুখারি: ৩৭৪৭]

  •    তাঁদেরকে মহব্বতকারী আল্লাহর মহব্বত লাভ করার সম্পর্কে বলেন:

 حُسَيْنٌ مِنِّي وَأَنَا مِنْ حُسَيْنٍ أَحَبَّ اللَّهُ مَنْ أَحَبَّ حُسَيْنًا حُسَيْنٌ سِبْطٌ مِنَ الأَسْبَاطِ
“হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। যে হুসাইন’কে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। নাতিগনের মধ্যে হুসাইন একজন।” [সুনান তিরমিযি: ৩৩৬৮। সনদের মান হাসান।]

  •    হাসান ও হুসাইন রাদ্বিইয়াল্লাহু তায়ালা আনহুমা দুনিয়াতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র সুবাসিত দুটি ফুল ছিলেন:

هُمَا رَيْحَانَتَايَ مِنَ الدُّنْيَا 
“তারা দুইজন দুনিয়াতে আমার দুটি সুগন্ধি ফুল।”
[সাহীহ বুখারি: ৫৯৯৪]

   তিনি জান্নাতি যুবকদের সরদার। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে” বাণী  দ্বারা হুসাইন রাদ্বিইয়াল্লাহু তায়ালা আনহু’কে সম্মান ও ভালবাসার তাগিদ দিয়েছেন। হুসাইন রাদ্বিইয়াল্লাহু তায়ালা আনহু’র মহব্বতকারীকে আল্লাহ ভালবাসেন। তিনি আমাদের প্রাণের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র আদরের নাতি।
   
   রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হুসাইন রাদ্বিইয়াল্লাহু তায়ালা আনহু’র এতো মর্যাদার বাণী আর আল্লাহর ভালবাসা পাওয়ার মাধ্যম, এমন কথাগুলো উল্লেখ না থাকলেও হুসাইন রাদ্বিইয়াল্লাহু তায়ালা আনহু’কে মহব্বত করতে আমাদের জন্য এটাই যথেষ্ট ছিল যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদ্বিইয়াল্লাহু তায়ালা আনহু’কে খুব ভালবাসতেন; খুব আদর করতেন।
   
    তিনি আমাদের প্রাণের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র খুব আদরের নাতি। তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র মহব্বতের দুটি ফুলের একটি। তিনি আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম। তিনি জান্নাতে আমাদের সরদার। আমরা দুনিয়াতে তাকেই ভালোবাসি। অপবিত্র চরিত্রের ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে তাঁর প্রশংসাই করবো। ইনশাআল্লাহ! কিয়ামতের দিনে মহান মর্যাদার অধিকারী, জান্নাতি যুবকদের সরদার সেই হুসাইন রাদ্বিইয়াল্লাহু তায়ালা আনহু’র নেতৃত্বে তাঁর পিছনে পিছনেই আমরা জান্নাতে যাব।

পঠিত : ১৫৬৭ বার

মন্তব্য: ০