Alapon

কেমন ছেলে বিয়ের জন্য উপযুক্ত


জন্ম নিলে মরতে হবে এটা যেমন চিরন্তন সত্য ঠিক
তেমনি মানুষের জীবনে একজন জীবন সঙ্গীকে নিয়ে সারাটা জীবন পার করতে হবে এটাও একটা চিরন্তন
সত্য। কারণ একজন মানুষকে জীবনের সব চাইতে বড় সিদ্ধান্তটি নিতে হয় বিয়ের সময়।কেননা
সারা জীবন যাকে নিয়ে জীবনের সিঁড়ি গুলি পাড়ি দিতে হবে তার সম্পর্কে চিন্তা ভাবনা
করেই  সিদ্ধান্তটি নেওয়া উচিত- না হলে সারা
জীবন অনেক জানা অজানা সুখ দুঃখ সহ্য করতে হবে। আর সেই বিয়েটা যদি কোনো মেয়ের হয়
তাহলে তো আর কোনো কথাই নাই তখন গভীর চিন্তা ভাবনা করেই  সিদ্ধান্তটি নিতে হয়। তাই কেমন ছেলে একটা মেয়ের
জন্য উপযুক্ত বা যথাযত স্বামীর ভূমিকা পালন করতে পারবে কিনা তা নিয়েই আজকের
তাসলিমা ম্যারেজ মিডিয়া আয়োজন।

1.      
যে ছেলেরা দুঃসময়েও মাথা ঠাণ্ডা রাখে


জীবন মানেই তো যুদ্ধ। এই জীবন চলার পথে নানা
ধরণের বিপদের সম্মুখীন হওয়া টাই স্বাভাবিক। চাকরি চলে যেতে পারে
, কেউ
মারা যেতে পারে
, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, প্রভৃতি
ঘটতে পারে।এই ক্ষেত্রে যারা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন তাদের বর হিসাবে বিবেচনা করা
উচিত।এমন কোনো ছেলেকে বর হিসাবে নেওয়া যাবেনা যে কিনা অল্পতেই ভেঙে পরে।

2. যারা পরিবারের সাথে সম্পৃক্ত


আপনি যখন একটু সমস্যায় পড়েছেন এমন একজন
ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন জীবনকে সুখী করা কঠিন।

3. যে পুরুষেরা স্ত্রীকে মেয়ে না,
'নারী' ভাবেন


প্রত্যেকটি মেয়ের জন্য একটি শক্ত লাঠি হলো তার
স্বামী। স্বামী মনে একটি নিরাপদ একটি জায়গা এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে নিরাপদ
জায়গা তৈরি করতে গিয়ে মেয়েটিকে দুর্বল করে না তুলে। তবে তার সাথে খারাপ আচরণ
করলে সেটাও সমানভাবে সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। ছোট্ট মেয়ে না বরং পরিণত নারী
ভাববেন যেই পুরুষ তার মানসিকতাই পরিপক্ব হিসাবে বিবেচিত হবে।

4. আর্থিক নিরাপত্তাও জরুরি





কথায় আছে না অভাব যখন দরজার কাছে সারা দেয় তখন
ভালোবাসা জানালা দিয়ে পালায়। তাই একজন নারী যতই আর্থিকভাবে সচ্ছল হোক না কেন
লক্ষ্যহীন
, কুঁড়ে পুরুষ তারা কখনই পছন্দ করেন না।নারীরা
এমন পুরুষকে স্বামী হিসাবে চাই  যাকে নিয়ে
পরিবারের কাছে বা লোক সমাজের কাছে মাথা উঁচু করে বলতে পারে যে এটা আমার
স্বামী।সুতরাং
, যে পুরুষরা নারীদের আর্থিক সুরক্ষা দিতে অক্ষম,
নারীরা তাদের অপছন্দ করে। আধুনিক নারীর মন পেতে গেলে নিজের কেরিয়ারে উন্নতি
করা বাধ্যতামূলক

পঠিত : ১০৩১ বার

মন্তব্য: ০