Alapon

ভ্রমণ ও বিনোদনের নতুন আকর্ষন কাপ্তাই লেক প্যারাডাইস ভাসমান রেস্টুরেন্ট

ভ্রমন পছন্দ করেনা এমন লোক খুঁজেই পাওয়া যাবে না। শহরের ব্যস্তময় জীবনের মাঝে স্বস্তি পেতে বিশ্রামের প্রয়োজন হয়। আর এই বিশ্রামের জায়গাটা যদি হয় পাহাড়, পর্বত পরিবেষ্টিত তাহলে তো কথাই নেই। আজ আমি তেমনই একটা জায়গার নাম বলব, যে জায়গাটা ভ্রমন পিপাসু সবারই নজর কাড়বে বা পছন্দ হবে। জায়গাটি হল কাপ্তাইয়ে অবস্থিত নৌবাহিনী ঘাঁটি সংলগ্ন পাহাড় ঘেরা কাপ্তাই লেক পরিবেস্টিত লেক প্যারাডাইস পিকনিক স্পট। যেখানে ভাসমান রেস্টুরেন্ট নির্মাণ করেছে বাংলাদেশ নৌ বাহিনী। ভাসমান এই রেস্টুরেন্টে পছন্দের যাবতীয় খাবারের পাশাপাশি বাড়তি আনন্দ হিসেবে পাওয়া যাবে ভ্রমণ ও বিনোদের অফুরন্ত সুবিধা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রেস্টুরেন্টে পানাহার করা যাবে। লেক প্যারাডাইসে এসে সুসজ্জিত আকর্ষনীয় সিঁড়ি ভেঙ্গে অনেক গভীরে নামলে ভাসমান রেস্টুরেন্টে উঠা যাবে। চারদিকে মনোরম ও প্রাকৃতিক পরিবেশ থাকায় অনেক সিঁড়ি বেয়ে উঠানামা করলেও কারো কাছে ক্লান্তি অনুভব হয়না। বরং লেকের মাঝখানে অবস্থিত রেস্টেুরেন্টে যেতে মন আনচান করবে সবার। রেস্টুরেন্টের ভেতরটা যেমন আকর্ষনীয় তেমনি এর ছাদে উঠলে পার্যটকদের কাছে আকর্ষণ বহুগুণে বেড়ে যাবে। অবশ্য ইচ্ছা করলেই যে কেউ যখন তখন ভাসমান রেস্টুরেন্টে যাতায়াত করতে পারবেন না। এর জন্য অনুমতি নিতে হবে। ভাসমান রেস্টেুরেন্ট ও লেক প্যারাডাইসের সর্বত্র যাবতীয় নিরাপত্তায় সার্বক্ষনিক নজরদারি করে নৌ বাহিনী। একবার যিনি এই ভাসমান রেস্টুরেন্ট ভ্রমণ করবেন তিনি আবার এখানে আসার জন্য উদগ্রীব থাকবেন একথা অনায়াশে বলা যায়।পর্যটকরা ইচ্ছা করলে কাপ্তাই লেকে সাঁতার কেটে সময় কাটাতে পারেন। প্যাডেল বোটে চড়ে যে কেউ লেক ভ্রমণ করতে পারেন। দল বেঁধে কাপ্তাই লেকে নৌ বিহার করার সুযোগও রয়েছে। লেক প্যারাডাইসের চতুর্দিকে ছোট বড় অসংখ্য পাহাড় আর অসংখ্য গাছগাছালি পরিবেস্টিত এই বিনোদন কেন্দ্র পর্যটকদের কাছে অন্যতম আকর্ষনীয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। দুর দুরান্ত থেকে বহু পর্যটক এখানে ভ্রমণে আসেন।বানৌজা শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইস পিকনিক স্পটটি বিশাল এলাকা জুড়ে গঠিত। পৃথক পৃথক স্থানে পৃথক নামে প্রায় ২০টি বিনোদন কেন্দ্র রয়েছে লেক প্যারাডাইসে। এর যে কোন একটি স্পট ভাড়া নিয়ে যে কেউ ভ্রমন বিনোদন ও আনন্দ করতে পারেন। লেক প্যারাডাইসের অন্যতম আকর্ষন হলো পর্বতিয়া গ্রীণহল স্পটটি। এই পর্বতিয়া গ্রীণহলে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন ও আলোচনা করার সব রকম সুযোগ সুবিধা রয়েছে। এই বিনোদন কেন্দ্রের যেখানেই যাবেন, পাবেন অনাবিল শান্তি। একা, নব দম্পতিসহ, প্রিয় বন্ধু নিয়ে, দল বেঁধে যেভাবেই এখানে আসবেন পাওয়া যাবে নির্মল আনন্দ।তবে লেক প্যারাডাইস পিকনিক স্পটে পিকনিক করতে হলে অবশ্যই আগে থেকে বুকিং নিতে হবে। বুকিং নিতে যে কোন সময় ০১৭৬৯৭৭২১৭৪ অথবা ০১৭৬৯৭৭২১৩০ এই নাম্বারে যোগাযোগ করা যাবে। প্রতিদিন লেক প্যারাডাইস পিকনিক স্পটের আকর্ষন বাড়াতে কর্তৃপক্ষ অনবরত কাজ করে যাচ্ছে। ভ্রমন চিত্ত বিনোদনের অংশ। মনকে ফ্রেশ রাখতে তাই আপনিও স্বপরিবারে ঘুরে আসতে পারেন এই সৌন্দর্যমণ্ডিত জায়গাটিতে।   


 


 

পঠিত : ১৫৬০৭৭৭ বার

মন্তব্য: ০