Alapon

দিনশেষে আমরা সবাই একা!

শাহরুখ খান কে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল 
" এই যে আপনার এত টাকা,কোটি কোটি ফ্যান ,সুন্দর একটা পরিবার এর মাঝে কি আপনার কখনো নিজেকে একা মনে হয়"


এস আর কে উত্তর দিয়েছিল 
" গভীর রাতে মাঝেমাঝে নিজেকে অনেক একা মনে হয়। বউ বাচ্চারা তখন ঘুমিয়ে যায়। আমি বারান্দায় বসে থাকি। কখনো কখনো টয়লেটের দরজা আটকে কান্না করি। বাচ্চাদের দেখাই না। হা আমার কখনো কখনো নিজেকে একা মনে হয়"


চিন্তা করেন দুনিয়ার জনপ্রিয়তম অভিনেতার নিজেকে একা মনে হয়? যে মানুষ ফ্যানদের জ্বালায় একা চলতেই পারেন না সে মানুষটারও নিজেকে একা লাগে। আসলে ফ্যাক্ট হলো দিনের শেষে আমরা সবাই একা 
We all are alone


এমন না একাকিত্ব বোধ করতে কিছুর অভাব থাকা লাগবে। সাইকোলজিতে একাকিত্বের সংজ্ঞা দিতে গিয়ে এটা বলাই হয়েছে


"একাকিত্বের সাথে আপনার পার্সোনাল লাইফের সফলতা, সম্পর্কের কোন সম্পর্ক নেই। মানে কেউ যদি সফল হয় তার একটি সুখী পরিবারও থাকে বউ বাচ্চা বাবা মা সবাই থাকলেও সে একাকিত্ব অনুভব করতে পারে।"


ইনফ্যাক্ট দুনিয়াতে একাকিত্ব জনিত মানসিক সমস্যায় যত লোক ভুগছেন তার মধ্যে ৬০ ভাগ মানুষই বিবাহিত। "


কি অদ্ভুত তাইনা। ঘর আছে বাড়ি আছে টাকা আছে সন্তান আছে জামাই বৌ কে দেখলে মনে হয় একেবারে পারফেক্ট কাপল 
সেই দুইজন মানুষই যখন রাতে বিছানায় শোয় দুজনের মাঝখানে এক বিছানা না যেন এক মহাদেশ দুরত্ব থাকে। সারাদিনের সুখী থাকার অভিনয় শেষে ঘুমোনোর সময় দুজন মুখোশ টা খুলে রেখে দু মহাদেশে মাথা রাখে 
এক ছাদের নীচে থেকেও কেউ কেউ ভীষণ একা


আমার ভার্সিটি লাইফের প্রথম দিকে আমি ভীষণ লোনলিনেস এবং ডিপ্রেসিভ ডিজঅর্ডারে ভুগেছিলাম। আমি তখন নিজেকে একটা প্রশ্ন করতাম 
" আমি কে? সব থেকেও কেন আমার মনে হয় আমি ভীষণ একা? "


এই প্রশ্নের উত্তর পেতে আমি তখন অনেক মানুষ কে জিজ্ঞেস করেছি। উত্তর পাইনি। শত শত মুভি ,বই ঘেটেছি পাইনি উত্তর্। কেন আমার এমন টা মনে হয় আমি একা ,উদ্দেশ্যহীন।
শেষপর্যন্ত ডেভিড ফিঞ্চারের বিখ্যাত ফাইট ক্লাব মুভির একটা ডায়লগে আমি আমার উত্তরটা খুজে পাই। কেন আমরা একলা ,সব থেকেও লক্ষ্যহীন? ফাইট ক্লাব মুভিতে ব্র্যাড পিটের বলা সেই ডায়লগটা বাংলায় অনুবাদ করলে যা দাড়ায়



"আমাদের জেনারেশন টা হলো ইতিহাসের মধ্যভাগের সন্তান। যাদের সামনে কোন মহান লক্ষ্য বা উদ্দেশ্য নেই। আমাদের সামনে কোন মহান যুদ্ধ নেই যে যুদ্ধে আমরা অংশ নিতে পারি। আমাদের সামনে কোন নিষ্ঠুর দুর্ভিক্ষ নেই যে দুর্ভিক্ষের সাথে লড়াই কে আমরা লক্ষ্য বানাতে পারি। আমাদের যুদ্ধটা হলো আমাদের মনের সাথে। আমাদের দুর্ভিক্ষটা হলো হৃদয়ের দুর্ভিক্ষ। আমরা ছোট থেকে টিভিতে এটা দেখতে দেখতে বড় হই ,আমরা স্পেশাল ,আমরা একদিন মিলিয়নিয়ার হবো ,মুভি স্টার হবো বা বিখ্যাত কেউ হবো। এক সময় আমরা বুঝতে পারি আসলে সেসব মিথ্যা। দিনের শেষে একমাত্র সত্য হচ্ছে আমরা আসলে সবাই বিরক্ত ,ভয়ানকভাবে পিসড অফ"



এটাই একমাত্র সত্য। দিনের শেষে আসলে আমরা সবাই একলা। প্রতিদিন সকালে আমরা কয়েক রকমের মুখোশ পরে ঘর থেকে বের হই


অফিস শেষ হলে অফিসের মুখোশটা খুলে রাখি। আড্ডা শেষ হলে বন্ধুত্বের মুখোশটা খুলে রাখি। রাতের ডিনার শেষ হলে আমরা পারিবারিক মুখোশ গা খুলে রাখি। রাত যখন গভীর হয় আমরা দিনে প্রথম বারের মত নিজের সত্যিকারের চেহারার দিকে তাকাই আর অনুভব করি 
সারাদিন সবার সাথে কাটিয়েও শেষরাতে আমরা সবাই একা


লেজেন্ডারি অভিনেতা রবিন উইলিয়ামসের বিখ্যাত একটা উক্তি আছে 
" আমি একাকিত্বকে ভয় পাই,তার চেয়েও বেশী ভয় পাই সেসব মানুষ কে যারা আমাকে একা অনুভব করায় "


জীবনের শেষ প্রান্তে এসে সারাজীবন ডিপ্রেশনের সাথে ফাইট করা,অভিনয় দিয়ে কোটি মানুষ কে হাসানো এই মানুষটার লাশ পাওয়া যায় তার নিজের বাসার রুমে বেল্টে ঝুলন্ত অবস্থায়। অদ্ভুত ব্যাপার রাতে তিনি যখন সুইসাইড করছিলেন তখনো অন্য রুমে তার স্ত্রী ছিল. 
সব থেকেও আমরা মরণেও একা 
We come alone we die alone


আজ তাই ফেসবুকে হাজারো মানুষের সাথে কানেক্টেড থাকি। দুরদুরান্তের মানুষের সাথে কথা বলি। আপন জনরাও কাছে থাকে। তারপরও দিনের শেষে গভীর রাতে আনমনেই নিজেকে বলি


এ পৃথিবীতে সাড়ে ছয়শ কোটি মানুষ আছে, তারপরও আমি একা

পঠিত : ৮৪১৯ বার

মন্তব্য: ০