Alapon

যত কিছুতে শীর্ষে বাংলাদেশ!!!

বাংলাদেশের শ্রেষ্ঠত্ব নিয়ে লিখতে গেলে কলম খালি শেষ হয়ে যাওয়ার অবস্থা হবে, তবুও এই দেশের শ্রেষ্ঠত্ব নিয়ে লেখা শেষ হবে না। স্বাধীনতার পর থেকে আমাদের অর্জনের শেষ নাই। সব কি ভালো অর্জন? সব শীর্ষে থাকা কি সুখের?
উত্তরটা একটু পর পেয়ে যাবেন। তার আগে আসুন বাংলাদেশ কিসে কিসে শীর্ষ স্থান দখল করে আছে তা দেখে নেয়া যাক।

ঋণখেলাপিঃ উন্নয়নশীল দেশের মধ্যে শীর্ষে।

বায়ুদূষণঃ বিশ্বের মধ্যে ২য় শীর্ষে।

সরকারী ক্ষমতার অপব্যবহারঃ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে।

সবচেয়ে খারাপ রাস্তার তালিকাঃ এশিয়ার মধ্যে শীর্ষে।

বিদেশে অর্থপাচারঃ প্রতিবেশী দেশগুলোর মধ্যে শীর্ষে।

গার্মেন্টস রপ্তানি দেশ গুলোর মধ্যেঃ ঝুকিপূর্ণ পরিবেশে শীর্ষে।

সবচেয়ে কম মজুরীঃ এশিয়ার মধ্যে শীর্ষে।

বাল্যবিবাহঃ বিশ্বে ৪র্থ শীর্ষে।

যৌন সহিংসতায় ঢাকাঃ বিশ্বে ৪র্থ শীর্ষে।

বসবাসের অযোগ্য শহরঃ বিশ্বের মধ্যে ৪র্থ শীর্ষে।

সবচেয়ে বিপদজনক শহরঃ বিশ্বে ঢাকা ৭ম।

পরিবেশ সুরক্ষায়ঃ ১৮০ দেশের মধ্যে ১৭৯তম

আর লিখতে পারছি না, এভাবে লিখতে গেলে আমার দেশ শুধু শীর্ষেই থাকবে।
আচ্ছা আমরা এমন শ্রেষ্ঠত্ব চেয়েছিলাম? 

তথ্যসূত্র:
১. বাংলাদেশ অর্থনীতি ২০১৭-২০১৮, প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা, সিপিডি। 
২. প্রথম আলো, ‘বাংলাদেশে বাল্যবিবাহ বেড়েছে’, মার্চ ৭, ২০১৮। 
৩. ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, ২০১৬। 
৪. ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ২০১৭। 
৫. বণিক বার্তা, খেলাপি ঋণের হার: উন্নয়নশীল দেশে শীর্ষে বাংলাদেশ, মার্চ ১৯,২০১৮ 
৬. চার বছরে ১৭ হাজার ধর্ষণ মামলা, প্রথম আলো, ২০১৮। 
৭. থম্পসন রয়টার্স ফাউন্ডেশন। দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস মেগাসিটিস ফর উইমেন, ২০১৭। 
৮. প্রথম আলো, নারী ও শিশুরা বিচার পায় না, মার্চ ৮,২০১৮। 
৯. বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন, ২০১৮। 
১০. বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) সমীক্ষা-২০১৬ 
১১. এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স-২০১৮ 
১২. ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্স, মার্চ ২৩, ২০১৮। 
১৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ। ২০১৮। 
১৪. বাংলাদেশ পরিবেশ সমীক্ষা-২০১৭, বিশ্বব্যাংক। 
১৫. ক্যানসার কন্ট্রোল ইন বাংলাদেশ, জাপানিজ জার্নাল অব ক্লিনিক্যাল অনকোলজি (জেজেসিও), ২০১৫। 
১৬. গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০১৭।

পঠিত : ১০৮৩ বার

মন্তব্য: ০