হৃদপ্রকোষ্ঠে প্রকম্প,কি যেন এক অসুখ বেঁধেছে;সুখগুলো যেন কংকর সুখগুলো যেন নশ্বর।কতদিন সুখ খুঁজেছি!মাঝপথে দাড়িয়ে আক্ষেপ কিনেছি।ভালোবাসার সুখ বুঝি অসুখে?চারদেয়ালে মায়াজাল বুনেছি, অবকাশের স্রোতে গা ভাসিয়েছি।আজ অযৌক্তিক কত হাঁসি,আর নিরর্থক কথা বলি।অভিনয়ে সুখ না থাক,অসুখটা যে বেজায় আছে।ভালোবাসার সুখ যে অসুখ! নিঃশব্দে কাঁদবো একটু?ছাঁয়ার ওপাশ থেকে সে… বিস্তারিত পড়ুন
প্রেমটা চোখে ঠোঁটে নয়,বুকের ভেতর সিন্দুকে রয়।নিরুদ্দেশ কবিতারা ছুটতে থাকে,ভালোবাসা চাইতে থাকে।একশ ফানুস উড়িয়ে দিলামচাঁদ বুঝি আজ ছুঁয়ে গেলাম?মধ্যরাতে ছাদটা জুড়েপ্রেমটা দেখো ফিরবে নীড়ে।ঘোর লাগা এক অসুখ থাকে,আমি ভালোবাসা বলি যাকে। বিস্তারিত পড়ুন