Alapon

"ঐতিহাসিক বদর দিবস"

আজ ঐতিহাসিক বদর দিবস
আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। আজকের এই দিনেই কাফেরদের বিরুদ্ধে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল মুসলিমদের প্রথম যুদ্ধ। যে যুদ্ধ মুসলিমদের প্রথম বিজয় এনে দিয়েছিল।
কুরাইশ নেতা আবু জেহেলের ১০০০ সুসজ্জিত বাহিনীর বিপরীতে রাসূলুল্লাহ (সঃ)- নেতৃত্বে মাত্র ৩১৩জন সাহাবায়ে কেরাম সাধারণ অস্ত্র নিয়ে আবু জেহেলের বিশাল বাহিনীকে মাটির সাথে ধূলোয় মিশিয়ে দেয়। ৭০জন মুশরিককে নিহত এবং ৭০জনকে বন্দী করা হয়। অপরদিকে ১৪জন মুজাহিদের শাহাদাতের বিনিময়ে সূচনা হয় দ্বীন ইসলামের।
এ দিবস থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। জনবল কিংবা উন্নতমানের অস্ত্র দিয়ে যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধে জয় লাভ করতে হলে প্রয়োজন তাকওয়া এবং ঈমানী বল। এ দিবস আমাদের তাই শিক্ষা দেয়।
কবি সম্রাট আল্লামা ইকবালের কবিতার চরণ দিয়ে এ দিবসের গুরুত্ব বর্ণনা করছি,
'সব কাফেরই যুদ্ধ করে
ভরসা তার তলোয়ার
মুমিন সেতো যুদ্ধ করে
হোক না খালি হাত তাহার।'

পঠিত : ১০০১ বার

মন্তব্য: ০