Alapon

ও নক্ষত্র রাখিস তারে যত্নে

ও নক্ষত্র তুই রাখিস তাকে তোর মাঝে যত্নে,
পাঠিয়ে দিসনে কখন অন্য কোন গ্রেহে।
তোর মাঝেই তাকে সুন্দর লাগবে,
তোর মাঝেই সে চিরকাল থাকবে।
আমি দূর থেকে দেখব তাকে,
অন্ধকার রাতে সে আলো দিবে আমাকে।

ও নক্ষত্র সে কিন্তু তোমাদের চেয়েও উজ্জল,
সে তোমাদের চেয়ে আরো বিশাল।
সে দেখতে তোমাদের চেয়েও অপূর্ব,
তার কাছে হার মানে তোমাদের সৌন্দার্য।
তাই তোমাদের মাঝে তাকে রেখ যত্ন করে,
চিরকাল থকাবে সে তোমাদের মাঝে।

জোত্স্না রাতে চাঁদের সাথে দিবে আমাকে আলো,
চাঁদের গায়ে থাকলেও তাঁর গয়ে নেই কোন দাগ, কালো।
তোমাদের মাঝে বসে সে আমাকে ডাকবে,
ছিন্নমেঘের মধ্য দিয়ে সে আমায় দেখা দিবে।
আন্ধার রাতে তোমরা থাকবেনা না,থাকবে না চাঁদ,
তবুও সে থাকবে পাশে,নেমে এসে রাখবে হাতে হাত।

ও নক্ষত্র তোমরা রেখ তাঁরে যত্ন করে,
পাঠিয়ে দিওয় না তাকে অন্য কোন গ্রেহে।
সে চিরকাল থকাবে তোমাদের মাঝে,
থাকবে নীল আকাশের তরে।
আমি প্রতি রাতে দেখব তাকে,
দূরে থাকলেও রাখব আপন করে।

পঠিত : ৫০২ বার

মন্তব্য: ০