Alapon

অশুভ পাত্র

যাহা দেখি সবই স্বপ্ন
যাহা লিখি সবই গল্প,
যাহা বলি সবই ফাঁকা
কষ্টে চিত্ত করে খাঁ খাঁ!

কেউ নিতি চায় না আমায় 
কারো কোন কাজে,
সবার কাছে  আমি বাজে।
কেউ নিতে চায় না আমায়
কখন কারো কাধে,
আমার জন্য, নাকি
সবার দুঃখ বাধে।

বিদ্যালয়ে আমি খারাপ ছাত্র
পরিবারের আমি অশুভ পাত্র।

কেন আমি হয়েছি খারাপ?
তাও জানিনা,
আমি যে ভালো পাত্র
তাও মানি না।

চিত্তপটে ব্যথা দিয়ে
কি লাভ তোমরা পাও,
তাহার চেয়ে ইচ্ছে মত
গাত্রে ব্যথা দাও!

পঠিত : ৫২৯ বার

মন্তব্য: ০