Alapon

চলো না হারিয়ে যাই

চলো না দুজন হাড়িয়ে যাই
যেখানে কেউ পাবে না খুজে,
আমরা দুজন একসাথে থাকব
অনন্ত নক্ষত্রের বিথীর মাঝে।

চলো দুজন পাখি হয়ে যাই
দূর আকাশে ঘুরে বেড়াব
মদাহ্নে পান করব সূর্যের আলো
সূ্র্যের আসায় ঘুরে দারাব।
রাতে চলে যাবো গাছের ডালে
তুমি হবে রাতের চাঁদের আলো
তোমার আলো পান করতে যাবো
খড়-কুটার এক চালে।

চলোনা দুজন হাড়িয়ে যাই
তুমি হবে কালো মেঘের শীতল বৃষ্টি,
আমি হবো নীল সাগর
তোমার চোখে থাকবে ভালোবাসার দৃষ্টি।

চলোনা দুজন হাড়িয়ে যাই
আমি হবো অন্ধকার রাত
তুমি হবে জোনাকি পোকা।
অথবা হবে তুমি চাঁদ।

রচনাকাল:-১৩/০৬/১৮



পঠিত : ২৬৮৫ বার

মন্তব্য: ০