Alapon

মিলনগৃহ

আমি ছিলেম পর্বত হয়ে
তুমি ঝর্না হয়ে নেমেছ আমায় বেয়ে।

আমি ছিলেম সাগর হয়ে
তুমি এসেছিলে বৃষ্টি হয়ে।

আমি ছিলেম অন্ধকার রাত হয়ে
তুমি এসেছিলে জোনাকি পোকা হয়ে।

আমি ছিলেম নক্ষত্র হয়ে
তুমি এসেছিলে চাঁদ হয়ে।

আমি হয়ে ছিলাম নদীর পানি
তুমি হয়েছো এসেদিন তৃষ্ণার্থ পথিক।

আমি যখন এসেছি সন্ধা হয়ে
তুমি এসেছিলে সন্ধা তারা হয়ে!

আমি যখন এসেছি প্রভাত হয়ে
তুমি হয়েছো সেদিন সকালের রোদ!

তুমি কখনও আমায় ছাড়তে পারোনি
আমিও পারিনি তোমায় ছাড়তে,
তুমি কখনও আমার হাত ছাড়োনি
আমিও পারিনি তোমায় ভুলতে।

রচনাকাল:-১৭/০৬/১৮

পঠিত : ৯৯৯ বার

মন্তব্য: ০