Alapon

একটি শালিক পাখি

একটি শালিক এখন একা উড়ছে
একটি শালিক এখন একা বৃষ্টিতে ভিজে
একটি শালিক এখন একা একা ঘোরে আকাশে
সব দঃখ উড়ে দেয় সে প্রতিদিনের বাতাসে।

একদিন সেও কোন একজনের সঙ্গি ছিল
তার মনেও একদিন কারো জন্য ভালোবাসা ছিল অফুরান্ত
যে ভালোবাসা হয়েছে  আজ ঘৃণায় পরিণত।

প্রতিদিন রাতে দঃখের বোজা পাখে নিয়ে ঘুমায়
একটি ফুট ফুটে অপরূপ শালিক পাখি
বৃষ্টি এলে এখন একা একা ঝিমায়
ভালোবাসার দৃষ্টিতে তাকাতো একদিন তার আঁখি।

চিলের মতো ঘুরে বেড়ায় এখন
নিঃসঙ্গ একটি শালিক পাখি।

তারও একদিন সঙ্গ ছিল, সঙ্গি ছিল
আজ কেন সে ফাকি দিল
কেন সে আজ
একটি শালিক পাখি?

তার স্বপ্নগুল আাকশে এখন
জল ঝড়ায় এখন তার আঁখি
কেন স্বপ্ন দেখিয়ে ছিলে তখন
আজ কেন সে একটি শালিক পাখি?

রচনাকাল:-২৩/০৬/১৮

পঠিত : ১৭৬০ বার

মন্তব্য: ০