Alapon

আমি কেউ না

শত সহস্র শ্রেষ্ঠ সব স্বত্ত্বার ভীড়ে আমি কেউ না।
শত আকাঙ্ক্ষার বৃত্তে আমি কেউ না।
শত উন্মাত্ত বাস্তবতা আর উপেক্ষার ভীড়ে ;
আমি সেই সাধারণ কেউ।

যে শুভ্রতার ছোঁয়ায় আবারো প্রত্যাবর্তনের অপেক্ষায়;
যে তার স্বত্ত্বার উদ্গীরণের অপেক্ষায়;
যে তার সাবলীল অতীত ফিরে পাবার অপেক্ষায়;
যে স্বপ্ন দেখে হাজারো কাকের আর্তনাদে।

কোনো এক আহত সন্ধ্যায় স্বপ্নেরা ;
হারিয়ে যায় যান্ত্রিকতা আর বাস্তবতার বৃত্তে।

পঠিত : ১২৪৬ বার

মন্তব্য: ০