Alapon

ঈদ অভিলাষ

ঈদ অভিলাষ
মোঃওমর ফারুক
ঈদ ঈদ ঈদ এলো ধরার মাঝে,
নিত্য নতুন ঢঙে দেখ সবাই সাজে।
ঈদ কাটায় উৎসবে আর নানা রকম রঙ্গে,
কেহ আবার ভ্রমণ করে বান্ধুবী নিয়ে সঙ্গে।
কখনো কি মনে হয় তাদের কথা,
ঈদের দিনেও থাকে যাদের বুক ভরা ব্যাথা।
কখনো কি যাওয়া  হয় তাদের সনে,
শূন্য পায়ে ঘুরে যারা রাস্তাঘাট আর বনে।
তাদের জন্য বিবেক কেন দেয় না একটু নড়া,
ঈদের খুশি আনতে ধরায় হিংসাটাকে তাড়া।
সুখে দুঃখে থাকি যদি আমরা তাদের সঙ্গে,
ঈদ আনন্দ নিত্য নতুন থাকবে আমাদের বঙ্গে।

উৎসর্গ!
উৎসর্গ করছি সেই সকল অসহায় এতিমদের। যারা ঈদের দিনেও বুক ভরা ব্যাথা নিয়ে শূন্য পায়ে ঘুরছে পথের কোনে। সেই সাথে শুভেচ্ছা জ্ঞাপন করছি পবিত্র ঈদুল ফিতরের।
ঈদ মোবারক। 
কাব্য কাল _ ০৯/০৬/২০১৮
সময় : সকাল ৪ : ৫০ মিনিট।

ইষ্টিপত্র  - ৩৫

পঠিত : ১১৪৯ বার

মন্তব্য: ০