Alapon

আমি ছাত্র সমাজের কথা বলছি

আমি ছাত্র সমাজের কথা বলছি
আমি আমার ব্যথিত ছাত্র ভাইদের কথা বলছি
আমি ছাত্রদের জয়ের কথা বলছি
আমি ১৯৫২ এর কথা বলছি
আমি ১৯৭১ এর কথা বলছি
আমি রক্তাক্ত ছাত্রসমাজের কথা বলছি।

ছাত্ররা অধিকার ছিনিয়ে আনতে জানে
ছাত্ররা শত্রুর মোকাবিলা করতে জানে
ছাত্ররা ধ্বংস করতে জানে
ছাত্ররা সৃষ্টি করতে জানে
ছাত্ররা জয়ের জন্য রক্ত দিতে জানে!
ছাত্ররা ক্ষমতা থেকে নামিয়ে দিতে জানে!
ছাত্ররা যেরকম কলম ধরতে জানে
ঠিক তেমন ভাবে অস্র ধরতে জানে!
ছাত্ররা বুকের রক্তে কালো রাস্তা লাল করতে জানে,
ছাত্র জয় এনেছে, ছাত্ররা জয় আনবে।

ছাত্ররা ১৯৫২ রক্ত দিয়েছে
ছাত্ররা ১৯৭১ রক্ত দিয়েছে
ছাত্ররা এখনও রক্ত দিচ্ছে
ছাত্রদের রক্তে বংলার মাটি পিপাসা মিটাচ্ছে।

যিনি ছাত্রদের ভালোবাসতে জানে না
তিনি দেশকে ভালোবাসতে পারেন না
যিনি ছাত্রদের অধিকার ফিরিয়ে দিতে জানে না
তিনি দেশের মানুষকে ভালোবাসতে জানে না।
যিনি ছাত্রদের সম্মান করতে জানে না
তিনি দেশের মঙ্গল কামনা করতে পারেন না
যিনি ছাত্রদের দাবি মানতে পারেন না
তিনি মানুষের হৃদয় বুঝতে জানেন না।

পঠিত : ১৩৯২ বার

মন্তব্য: ০