Alapon

স্বপ্ন

খুব নিরবে, ছিলাম এক সুন্দর স্বপ্নের ঘুমে
বাহিরে মুশলধারে বৃষ্টি হচ্ছে, 
দুটি পাখি সে বৃষ্টিতে খুব আনন্দে ভিজচ্ছে
ভালোবাসার গলায় পায়রাটা ডাকছে।
নিভৃতিতে তুমি পা রাখলে আমার ঘরে
ভেজা চুলের গন্ধে আমার ঘুম ভেঙে গেল
তোমার হাতে একটা পানা ফুল ছিল।
মুখে ছিল উষ্ণ ঠোঁটের ভালোবাসার হাসি
কাজল মাখা দুটি চোখে ভালোবাসার দৃষ্টি!
তোমার চোখের দৃষ্টির কাছে 
আমার অশুভ চোখের দৃষ্টি, হয়ে ছিল বিক্রি।
তোমার পরনে ছিল সেদিনের স্বপ্নে কেনা
সেই লাল শাড়ি,
কথা ছিল ওটা পড়ে আসবে আমার বাড়ি
এ লাল শাড়ি পড়লেই যাবে তোমায় চেন।
শ্যামলা চেহারার চোখে কাজ কি যে ভালো লাগে
একবার দেখাতেই ছাপ ফেলে যায় নির্মল চিত্তপটে।
প্রতিটা স্বপ্নেই তোমার চোখে কাজল আর ভালোবাসা থাকে।
সেদিন এসেছিলে কি অপরূপ সাজে
দ'টি পায়ে সোনার নুপুর, দিয়েছ যে আলতা
যদি জানতাম আসবে তুমি নিয়ে যেতাম ছাতা।
হালকা ভেজা ঠোঁট, হালকা ভেজা চুল
খুব ইচ্ছে হয়ে ছিল করি যদি কিছু ভুল।
ভেজা কিছু চুল পূবালি হাওয়ায় উড়ছে
সে চুলের গন্ধ আমায় কাছে ডাকছে।
চুলের খোপায় গাঁথা বনফুল
কোথাও গিয়ে শেষ হবে না এ স্বপ্নের কুল।


খুব নিরবে, নিভৃতিতে তুমি এসে বসলে আমার পাশে
আস্তে করে বললে-
চলো না আমরাও বৃষ্টিতে ভিজি অই যে নদীর ঘাটে।
তোমার হাতের ছোয়ায় আমি যেন ফিরে পেয়েছিলাম
নতিন এক, উজ্জল এক, সচ্ছল এক, সুন্দর এক জীবন।
তোমার কথা মনে করিয়ে দিল, আমাদের সেই প্রেমের কথা
আমাদের ভেঙে যাওয়া ভালোবাসার কথা।
তোমাকে ফিরে পাবার এক স্বপ্ন দেখালো এ স্বপ্ন।
বৃষ্টি থেমে গেল, ঘুম ভেঙে গেল
শালিক পাখি দু'টি দূর আকাশে উড়ে গেছ
পায়রার ডাক থেমে গেল
সবার প্রেম কি বৃষ্টিতেই আসে?
তাহলে আমারটা কেন আসে না?
সে কি শুধু বৃষ্টি দিনের স্বপ্নে আসবে?
আর কোন দিন কি ফিরবে না আমার কাছে?
নাকি শুধু বৃষ্টি দিনের স্বপ্নই থেকে যাবে?

রচনাকাল:- ০৫/০৭/১৮
সময়:- দুপুর ১২টা ৫০ মিনিট।
 

পঠিত : ১৩১১ বার

মন্তব্য: ০