Alapon

ভালোবেসেছো?

সাগরের ঢেউয়ের কল্ কল্ ধ্বনিতে
কখনও আমার সুর শুনেছো?
যদি শুনে থাকো,
তাহলে সত্যি আমায় ভালোবেসেছো।

নদীর ওপারের আবছা সবুজ গাছটায়
কখনও আমার হাসি মুখ দেখেছ?
যদি দেখে থাকো,
তাহলে সত্যি আমায় ভালোবেসেছো।

দখিনা  মাতাল হাওয়ায়
কখনও আমায় অনুভব করেছ?
যদি করে থাকো
তাহলে সত্যি আমায় ভালোবেসেছো।

জোৎস্না রাতে চাঁদের আলোয়
কখনও আমায় খুজেছো?
যদি খুজে থাকো,
তাহলে সত্যি আমায় ভালোবেসেছো।

কোন এক স্বপ্নে গোধূলিতে
কখনও আমায় কাছে পেয়েছো?
যদি  পেয়ে থাকো,
তাহলে সত্যি আমায় ভালোবেসেছো।

স্বপ্নে, কোন বর্ষায় 
আমায় নিয়ে ভিজেছো?
যদি ভিজে থাকো,
তাহলে সত্যি আমায় ভালোবেসেছো।

বর্ষার পূবালী হাওয়া আমার বাবরি চুল
কখনও উড়তে দেখেছো?
যদি দেখে থাকো,
তাহলে সত্যি আমায় ভালোবেসেছো।

যদি তোমার সুর হয়ে বেজে থাকি
যদি তোমার প্রতিটি কল্পায় এসে থাকি
যদি তোমার ভালোলাগার কারণ হয়ে থাকি
তাহলে আমি সত্যিকারে তোমার হয়েছি।

রচনাকাল:- ০৭/০৭/১৮
সময়:- দুপুর ১টা ৫০ মিনিট।

পঠিত : ১০১৯ বার

মন্তব্য: ০