Alapon

সুর

নিরবে, নিভৃতিতে সেদিন হাটছিলাম এক গহিন জঙ্গলে
হাটছিলাম এক সবুজ ঘাসের জঙ্গলে ঘেরা  অপরূপ এক পথে।
হঠাত্ মিষ্টি শুনেছিলাম মিষ্টি কন্ঠের এক মনকাড়া সুর
যে সুর চিন্তাকে পাল্টে দেয়, প্রেমের দিকে টানে, মন করে বেকুল।
যে সুর শুনে পাখিরা উড়তে গিয়ে থেমে যায়
যে সুর শুনে পাখিদের গানের সুর নিরব হয়ে যায়
যে সুর শুনে শুকনো পাতা সজীব হয়ে যায়
সে সুরে গাছের প্রতিটি পত্র হাসি মুখে দোলতে থাকে
সে সুর শুনে দঃখকে ভুলিয়ে দেয়, সুখ জাগ্রত করে।
সে সুর শুনে প্রকৃতি হয়ে উঠে আরো উজ্জল
সে সুর শুনে আমার চিত্ত হয়ে যায় নির্মল।


          এ সুরটি আমার অনেক পরিচিত সুর
         এ সুর আর কারো নয়, এ সুর তোমার
এ সুর একদিন আমার ভালোবাসাকে করেছিল মধুর
     এ সুর আমায় একদিন হাটতে শিখিয়ে ছিল
এ সুর আমাকে আমার তাকে নিয়ে বাঁচতে শিখিয়য়ে ছিল
     এ সুর আমাকে স্বপ্ন দেখার পথ দেখিয়ে ছিল।

এ সেই সুর যার জন্য আমি আমার আমাক বিক্রি করেছিলাম
এ সেই সুর যাকে পাওয়ার আসায় আমার নিরব হৃদয়ে প্রেম জাগিয়ে ছিলাম।

আজ সে সুর আমার নেই, অন্য কারো হয়েছে এ সুর
জানিনা কি অপরাধ ছিল মোর, কি ছিল মোর ভুল।
তবুও এ গহিন জঙ্গলে আমি সে সুর আজ শুনতে পাই
 এ সুরেই কোথা থেকে কোথায় যেন হারিয়ে যাই
               এ সুর আমার আর নেই।
এ সুর অন্য কেউ শুনছে
                  অন্য কেউ এ সুরে গান গাইছে
পথ হাটছে, প্রেম কুড়াচ্ছে, বাঁচতে শিখছে, হাসতে শিখছে!

রচনাকাল:- ০৭/০৭/১৮
সময়কাল:- রাত ১২ টা 

"সেরা ব্লগ প্রতিযোগিতা জুলাই'১৮"

পঠিত : ১৩০৪ বার

মন্তব্য: ০