Alapon

কবিতা

তোমার আকাশে আমায় চাঁদ হয়ে জোৎসনা ছরাতে না দিলেও, দূর মহাকাশের হ্মুদ্র নহ্মত্রের ন্যায় নিভু নিভু  করে জ্বলার সামান্য জায়গাটুকু দিও। আমি চাঁদ হয়ে আমার মায়াবি আলোয় তোমার রুপের আভা দেবলোকে পৌছে দিতে না পারলেও, মহাকাশের হ্মুদ্রাতিহ্মুদ্র বিহ্মিপ্ত আলোয় তোমার মায়াবি বদন টুকু দেখার মত জায়গাটুকু দিও। যদিও আমার নিষ্পাপ হৃদয়ে শিহরন জাগানো মায়া ভরা আলোয়, তোমায় আলোকিত করার সৌভাগ্য  আমার নেই। তোমার আকাশে দেখা হ্মুদ্রাকৃতি কিন্তু, আমার মহাকাশের বিশালাকৃতি নহ্মত্রের মৃদ্যু আলোয় শত যোজন দূর থেকেই তোমার ওই মায়াভরা মিস্টি হাসির অন্তরালের লুকায়িত বিষাক্ত প্রাণোচ্ছল হাসি মাখা মুখটা দেখতে চাই। তোমার আকাশে হয়ত আমি হাজারো নহ্মত্রের ন্যায় খুবই সাধারন একটি নহ্মত্রমাত্র,  কিন্তু বিশ্বাস করো, আমার আকাশে শুধু একটাই মাত্র চাঁদ, হাসনাহেনা ফুলের সৌরভ মন্ডিত, নিশির মূল স্তম্ভ সেই চাঁদ তুমি। চাঁদ কে দূরে থেকেই দেখতে হয় কারন, কাছে গেলে তো চাঁদের সৌন্দর্য আর কাছে পাবার আকাঙ্কা টা হারিয়ে যাবে। তাই আমি কাছে থেকেও দূরে সরে থাকতে চাই, নহ্মত্র হয়ে হলেও সবসময় দূরে থেকেই তোমায় দেখে যেতে চাই।

পঠিত : ১২৬১ বার

মন্তব্য: ০