Alapon

পথের ধারে সেদিন

আমি সেদিন হাটছিলাম পথের ধারে
একটি ঘুঘু ডাকছে ডালিম গাছের ডালে।
পথের মাঝখান দিয়ে যাচ্ছে পিপড়ার দল
আমাকেও ডেকে বললো 'চল চল চল'।
ভোমর বসে আছে ডালিম ফুলের উপর
তখন ছিল হালকা মেঘের সুন্দর সূর্যের দুপর।

প্রজাপতির দল উড়ে যাচ্ছ মাঠের উপর দিয়ে
বাতাস ছুটেছে একটি দীর্ঘশ্বাস ফেলে।
মাঠ ভরা সোনালি ফসল এদিক-ওদিক দুলছে
সোনালি ফসল আমাকে তার কাছে ডাকছে।
সোনালি ফসলের সোনালি রং কেড়েছে আমার দৃষ্টি
কি অপরূপ, কতো সুন্দর সবুজ-সোনালি প্রকৃতি।

পথের ধারের নদীতে জোয়ার উঠেছে
নতুন পানিতে হাঁসগুল গোসল করছে।
নদীর জলে হালকা ঢেউ উঠেছে
নদীর ঘোলা জল আমায় ডাকছে।
নদীর এই দৃশ্য কেড়েছে আমার দৃষ্টি
কি অপরূপ,  কতো সুন্দর, নদীর ঘোলা পানি।

রংধনু ডাকছে আমায় ডানা মেলে
বলেছে সে আমায় 'চলে এসে গগনে'।
আমি কি এখন আর হাটতে পারি?
অপরূপ এই প্রকৃতির সৌন্দর্য ছাড়তে পারি?

রচনাকাল:- ১৬/০৭/১৮

"সেরা ব্লগ প্রতিযোগিতা জুলাই-১৮"

পঠিত : ১৩৬৪ বার

মন্তব্য: ০