Alapon

অহেতুক চিন্তা

আমি প্রতিরাতে স্বপ্ন দেখি
আমি চালাই ছোট একটি গাড়ি
প্রতিদিন সে গাড়ি যায় খালি
আজ স্বপ্নে সে গাড়ি গিয়েছে ভরি।
তাই আজ চালাতে চালাতে ভাবি
উপার্জনের টাকা দিয়ে কিনবো একটি তরী
না না কিনবো না
কোন এক তুফানে সে তরী যায় যদি ডুবি?
এ কথা ভাবিতে ভাবিতে তরী কিনার চিন্তা দিলাম ফেলি।
তাহলে কিনবো একটা ভ্যান গাড়ি
যেটায় চড়ে কতো মানুষ যাবে তার শ্বশুর বাড়ি
না না ভ্যান কেনা যাবে না
যদি সে ভেঙে যায় কোন দুর্ঘটনায় পরি?
তবে তো আমার উপার্জনের টাকা যাবে জলে ভাসি।
এ কথা ভাবিতে ভাবিতে ভ্যান কেনার চিন্তা দিলাম ফেলি।
তহলে কি কিনব আমি
ওহ্ আচ্ছা আমি তাহলে হালের বলদ কিনি?
সোনালি ফসল চাষ করব বলদ দিয়ে।
টাকা আমি পাবো সে ফসল বিক্রি করি
ছেলে-মেয়ে দিবি করবে কতো টাকাগুল দেখি।
না না বলদ কেনা যাবে না
শুনেছি আমি অসুখ হয়ে শালু মিয়ার বলদ গেছে মরি
 আমার বলদও যদি যায় মরি?
তবে তো আমার সকল অর্থ যাবে নোনা জলে ভাসি।
কি করব ছোট গাড়ির উপার্জন দিয়ি?
তাহলে একটা বড় জাল কিবো আমি
হে চালক জেলে হয়ে যাবি?
নিজেকে নিজে এই প্রশ্ন করি?
না না জেলে কেন হবো
এতে তো টাকা নাই কারি কারি?
এ কথা ভাবিতে ভাবিতে স্বপ্ন গেল ভাঙি
তার পরে অন্ধকারে চেয়ে চেয়ে ভাবলাম আমি
এরকম অহেতুক চিন্তা যদি করি
তবে তো আমার পুরা জীবন বাঁচিয়া থাকতে যাবে মরি!

রচনাকাল:- ১৬/০৭/১৮

"সেরা ব্লগ প্রতিযোগিতা জুলাই-১৮"

পঠিত : ১২৫৭ বার

মন্তব্য: ০