Alapon

চিল

হালকা মেঘের আকাশে একটি চিল উড়ছে
বাতাস বোধহয় তাকে স্পর্শ করতে চাচ্ছে।
কিন্তু পারছে না বাতাস তাকে স্পর্শ করতে
কারণ সে তো একা একা উড়ে।
তার পিছনে তাকাতে হয় না
অন্যকে নিয়ে ভাবতে হয় না।
সে সঙ্গিহীন, গল্পহীন, আবেগহীন
চোখে জল আসে না তার কোনদিন।
সে কখন কষ্ট পায় না, তাকে কেউ কষ্ট দেয় না
কারণ সে তো সঙ্গিহীন, গল্পহীন, আবেগহীন।
সে কখনও অপেক্ষা করে না, কখনও হারে না।
কখনও থাকে হতে হয় না অপমান
খুশি মন থাকে তাঁর প্রতিক্ষণ।
সে কখনও দাম্পত্যজীবনের স্বপ্ন দ্যাখে না
সে কখনও কোন জীবন হারানো কষ্ট পায় না।
তাঁর শিকারের ভাগ কখনও কেও নিতে আসে না
কেও তার অনুভূতিকে নষ্ট করে না
কারণ
সে তো আবেগহীন, সঙ্গীহীন, সে তো গল্পহীন।
চলো তাকে দেখে, নিজেকে সাজাও তাঁরই মতই।

"সেরা ব্লগ প্রতিযোগিতা জুলাই-১৮"

পঠিত : ৮৯২ বার

মন্তব্য: ০