Alapon

ব্লোক মানুষ

↵                  ব্লোক মানুষ↵              
                মোঃওমর ফারুক↵
কি ভাবে শুরু করিবো জানিনা আমি দোস্তো,↵
হয়তো কাউকে নিয়ে আছো অনেক ব্যস্ত।↵
নিশ্চয় আমি নেই আর তোর নাকের নোলোক,↵
তাইতো আমায় বার বার মারো ব্লোক। 
তবে তুই ছিলি আমার প্রতি কাব্যের শোলোক,↵
আমি তোকে আপন করে নিছি যতোই মারো ব্লোক।↵জানিনা চোক্ষুদ্বয় ডুবেছিল কোন নদীতে,↵
হয়তো তারি কারনে বার বার হয় কাঁদিতে।↵
হয়তো আমি পাগোল ছেলে হয়েছি বেশ নষ্ট,↵
তাইতো আমায় বিনাদোষে দাও কষ্ট।↵
জানিনা আমি কি লাভ পাও আমায় তুমি কাঁদিয়ে,↵
বললেই হতো ভালো আছি তোকে ভালোবাসা না-দিয়ে।↵
করতাম না আর বিরক্ত তোমায় এস এম এস দিয়ে,↵
তুই ভালো থাক এই কামনা, আমি থাকি কষ্ট নিয়ে।



উৎসর্গ!↵
প্রাণ প্রিয় বন্ধু রিম্মিকে যাকে উদ্দেশ্য করে এই রাত জাগা কষ্টসহিষ্ণু কাব্য।↵
একজন সত্যিকারের বন্ধু,কখনো বন্ধুর আচরনে ক্ষুদ্ধ হয়না↵                                                                          ___ চার্লস ল্যাম্ভ।↵↵
কাব্য কাল ১০/০৭/২০১৮↵↵
রাত ৪:৩০ মিনিট। ↵↵                    ↵↵↵↵↵

পঠিত : ৩১২৭ বার

মন্তব্য: ০