Alapon

আঠারো সালের মিছিল

মনে রাখে নি সাতচল্লিশ 
কিংবা ছেষট্টির ছয় দফা ! 
ঊনসত্তোরের গণঅভ্যুত্থান
কিংবা সত্তোরের দুর্ভিক্ষ !

মনে রেখেছে শুধু 
বাংলাদেশ। 
একটি ভরাযৌবণে ভরা 
আঠারো সালের মিছিল।
কিছু রক্তাক্ত শার্ট
কিংবা ছিঁড়ে যাওয়া
জুতোর আর্তনাদ।
রাত-ভর গুলির শব্দ।
রোকেয়া হল কিংবা
টিএসসির চত্ত্বর।
মানুষ সব জেগে একাকার
ফেসবুক কিংবা টিভির পর্দায়।
ছাত্ররা ঠিকঠাক হলে
ফিরবে তো !
কিংবা ভোরের পাখির কলতানে
শান্তি পাবে তো জেগে থাকা চোখ ! 

মনে রেখেছে শুধু
বাংলাদেশ। 
একটি ভরাযৌবনে ভরা,
আঠারো সালের মিছিল।

দাঁড়িয়ে থাকা ফুটপাতে অন্যায়
রাস্তায়, থাকে জাবেলে নূরের মতো
অসংখ্য ভদ্র জানোয়ার।
কেড়ে নেয় টগবগে তরুণ
হওয়া, প্রিয় ভাই - বোন। 
টিয়ারশেলে, সয়লাভ হয়
আমার স্বাধীন বাংলাদেশের
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। 
চেয়েছিলো শুধু তারা
একটু স্বাধীন দেশে নিরাপদ
আপদমুক্ত থাকার প্রয়াস।

প্রিয় বাংলাদেশ
ভালো নেই।
ভালো নেই তার
শ্রেষ্ঠ সন্তানেরা।

পঠিত : ১১৭২ বার

মন্তব্য: ০