Alapon

ধর্মঘট...

লিখব বলে কলম নিলাম
ছিঁড়ছি মাথার চুল,
শব্দরা সব ধর্মঘটে
পাই না কোন কূল !

টানাটানি, হাত-পা ধরি
বলছি তোরা আয়,
কে শুনেছে কার কথাটা
কে মেখেছে গায় !

আজব গুজব কাণ্ড ঘটে
শব্দেরা হয় চুপ,
নিত্য নতুন আবহাওয়ায়
পাল্টে তাদের রূপ !

এক্কা দোক্কা খেলছে যেন
ভেংচি কাটে মুখ,
আমার এমন নাজেহালে
ওদের ভীষণ সুখ !

আসবি যখন কানটা মলে
দিব ভীষণ ঝারি,
তোদের ছাড়া কেমনে লিখি
ভাব করি, নয় আড়ি !

ভাই বলেছে কান মলিবে
না লিখলে কিছু,
আয়রে তোরা বাঁচা আমায়
আয়রে পিছু পিছু !

পঠিত : ৫৬৮ বার

মন্তব্য: ০