Alapon

সত্য

সত্য বলে ছিলাম, সত্য বলি, সত্য বলবো।
এতে আমাকে যত বেয়াদব হতে হয় হবো।
পাগলাগারদে রেখে আসার পরিকল্পনা হয় যদি সফল
তবুও আমি সত্য বলব। আমি সত্য বলবই। 
আমি যদি নূরা পাগলা হয়ে থাকি তাতেও আমার
একটুও দুঃখ নেই, আমার চোখে জল নেই।
আমার কন্ঠে সত্য আছে মিথ্যা নেই।
সত্যের জন্য গালি অশ্লিল উক্তি বলতেও আমি খুশি।
ফেলে দিও মোরে ডাস্টবিনে কোন এক নিশি।
আমি সেখানে সত্যকে নিয়ে বাস করবো।
সত্য বলছি, সত্য বলি, সত্য বলবো।

জেনে রেখো আমার বলা সত্য এখন শুনতে খারাপ লাগলেও
কোন এক দিবসে, কোন এক রজনিতে, কোন সালে
কাজে লাগবে তোমাদের ওগো।

পঠিত : ৬৭৬ বার

মন্তব্য: ০