Alapon

যে সকল সামাজিক সমস্যাবলী সমাধান জরুরী

আসসালামু আলাইকুম। অর্থনৈতিক বা রাজনৈতিক সমস্যার মত সামাজিক সমস্যাও এখন একটা বড় সমস্যা। নিচে উল্লেখ করা কিছু সামাজিক সমস্যার প্রতি আমি সরকার, বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠনসহ সবার দৃষ্টি আকর্ষণ করছি।

১. ছিন্নমূল শিশু, কিশোরী, নারী, পরিবার ও মানসিক ভারসাম্যহীনদের জন্য সরকার, নগর কার্যালয় ও বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার।

২. গৃহ নিপীড়ন ও স্ত্রীদের প্রহারের বিরুদ্ধে অন্যসব প্রতিষ্ঠান ছাড়াও ইসলামী সংগঠনসমূহের এগিয়ে আসা উচিৎ।

৩. ইভ টিজিং এর কারণে কিশোরীদের শিক্ষা জীবন ব্যাহত হয়। এটি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. ধূমপান স্বাস্থ্য বিনষ্টের কারণ। প্রধান আলিমদের মতে ইসলামে ধূমপান হারাম। তামাক সম্পর্কিত ব্যবসা এবং ধূমপানসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য যেমন মারিজুয়ানা, আফিম বন্ধ করতে হবে।

৫. গৃহপরিচারিকাদের ওপর নির্যাতন আইন ও সামাজিক উদ্যোগের মাধ্যমে বন্ধ করতে হবে।

৬. মুসলিম নারী ও অন্যান্যদের উত্তরাধিকার নিশ্চিত করতে হবে যাতে করে তারা ডিভোর্সের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন না হন।

৭. ক্যান্সার, হৃদরোগ বা কিডনি ডায়ালাইসিসের মত জটিল রোগের চিকিৎসা করতে গিয়ে মানুষ নিঃস্ব হয়ে যায়। এ জাতীয় রোগের চিকিৎসার দায়ভার সরকারকে নিতে হবে।

৮. প্রতিবছর নদীভাঙ্গনের কারণে মানুষ ভূমিহীন হয়ে যায়। সরকারের দায়িত্বে এ ভূমিহীনদের চিরস্থায়ী ব্যবস্থা করা দরকার।

৯. আদালতে আইনী সহায়তা নেয়া অনেক ব্যয়বহুল। সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের উচিৎ পূর্ণ আইনী সহায়তার ব্যবস্থা করা।

১০. একা থাকা কর্মজীবী নারীদের জন্য পর্যাপ্ত হোস্টেলের ব্যবস্থা করা প্রয়োজন।

লেখকঃ
শাহ্‌ আবদুল হান্নান
লেখক ও চিন্তাবিদ । 

পঠিত : ৬৫৫ বার

মন্তব্য: ০