Alapon

আসুন ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবতে শিখি...

একটা সময়ে ফেইসবুকে কেবল ‘শুভ সকাল’ আর ‘শুভ রাত্রি’ বলতে মানুষ আসতো। ধর্মীয় ব্যাপার-স্যাপার তেমন আলোচনা হতোনা বললেই চলে। তবে, ‘আমীন না বলে যাবেন না’, ‘আমীন না লিখলে আপনি কাফের’ ইত্যাদি গোষ্ঠী এখন যেমন আছে, তখনও ছিলো।

এরপর, ‘শুভ সকাল’ আর ‘শুভ রাত্রি’র দিনশেষ হয়। আসে স্পোর্টস লাভার, ফুড লাভারদের যুগ। এরা সারাদিন খেলা নিয়ে ফেইসবুকে পোস্ট দিতো। চেক ইন দিতে দিতে বিখ্যাত হয়ে যেতো। এদের পর আসে ‘সেলফি সম্প্রদায়’। এরা সারাদিন নিজের চেহারা অন্যজনকে নানান অ্যাঙ্গেল থেকে দেখিয়ে পুলক অনুভব করতো...

আস্তে আস্তে সে সময়টাও কমে এসেছে। এখন মানুষ ফেইসবুকটাকে অনেক প্রোডাক্টিভ কাজে ব্যবহার করে। এখন এখানে ধর্ম নিয়ে আলোচনা হয়, হালাল রিলেশনশীপ (স্বামী-স্ত্রীর সম্পর্ক) কাউন্সিলিং হয়, এখন ফেইসবুক থেকে মানুষ ভালো ভালো, দরকারি বই সম্পর্কে জানতে পারে ইত্যাদি...

শুধু কি তাই? কিভাবে স্বামীর মন জয় করা যায়, কিভাবে স্ত্রীর হক আদায় করা যায় ইত্যাদি ব্যাপারে মানুষ আজকাল ফেইসবুক থেকে জানতে পারে। অনেক শায়খ, আলেম এবং অভিজ্ঞ ব্যক্তিরা এসব ব্যাপারে কাউন্সিলিং করেন, লিখেন, বলেন ইত্যাদি...

এসবকিছু নিঃসন্দেহে ফেইসবুকের ভালো দিক। তাছাড়াও, ফেইসবুক কাজ করে যোগাযোগ এবং সংবাদ প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম হিশেবে। অধুনা বিশ্বে সোশ্যাল মিডিয়া যে কি বিপ্লব ঘটিয়ে দিতে পারে সেটা আমরা সকলেই জানি।

ফেইসবুকের কল্যাণে মানুষ নতুন নতুন ব্যবসায়িক প্ল্যান সেট আপ করতে পারে। নিজের ব্যবসার প্রচার-প্রচারণা চালাতে পারে। এটা সত্যিই কল্যাণের। কারণ- আল্লাহর রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যবসায়ী ছিলেন। ব্যবসা করতে সিরিয়া গিয়েছিলেন। তিনি বলেছেন, রিযিকের দশভাগের নয়ভাগ আসে ব্যবসা থেকেই। কুরআনে তো বলাই আছে, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম’। যে জিনিসটাকে আল্লাহ নিজেই হালাল করেছেন, সেটা নিয়ে কেউ নাক সিঁটকালে তাকে নাসীহাহ করুন।

ফেইসবুকে আগে যে ছেলেগুলো সেলফি দিতো, এখন তারা কুরআন-হাদীস শেয়ার দেয়। আগে যারা রিলেশনশীপ স্ট্যাটাস দিতো, তারা এখন আইডিতে বলে রাখে ‘ব্রাদার্স অনলি/ সিস্টার্স অনলি’। আগে যারা চেক ইন নিয়ে ব্যস্ত থাকতো, তারা এখন নিজের ঈমান-আমল আর তাকওয়া কিভাবে বৃদ্ধি করা যাবে, সে ব্যাপারে নাসীহাহ খুঁজে বেড়ায়। বলুন, ফেইসবুক কি খুব খারাপ? একদম না। বিষয়টা ব্যবহারের উপর।

কেউ যদি এই ইতিবাচক পরিবর্তনগুলোকে বাঁকা চোখে দেখে, নাক সিঁটকায় বা মন্দ বলে, তাকে বলতে দিন। আর বলুন, ‘আপনাকে সালাম’।

পঠিত : ৬৪৩ বার

মন্তব্য: ০