Alapon

"পুরোনো ফ্রেম"!

মেয়ে তুমি এখনো কাঁদো!
রোজ রাতে বালিশ ভেজাও আমায় ভেবে!
নাকি আজ অন্য কিছুর খেয়াল তোমার মনে!

মেয়ে, তোমার লেখা প্রেমের বই এ আমাদের গল্প খুঁজি!
হোক না হয় সে ব্যর্থ প্রেমের ব্যথার কাব্যকাহিনী!

আজো তুমি রোজ বিকেলে স্নানের ঘরে নিজের প্রেমে পর মেয়ে!
নাকি আগের মত হয় না সময় আর, নিয়ম ভেঙ্গে অনিয়মে ডুবে থাকতে!

আঁধার আজো ভালবাসো! ভয় পাও!আগের মত।
মেয়ে তুমি এখনো সাজো!
আয়নায় নিজেতে হারিয়ে কাউকে অপেক্ষায় রাখো!

জানো!মাঝে মধ্যেই তোমার সাথে দেখা হয় আড্ডায়,
আমি বসার রুমে আর তুমি টেলিভিশনের পর্দায়!

কোমর জুড়ে লম্বা চুলের বিনুনিটা আর নেই,
গলা জড়িয়ে ছোট চুলেরা করে নিয়েছে ঠাই।

যদিও বা একটু অন্যরকম,তবে মন্দ নয়, বেশ কিন্তু লাগছে তোমায়!
হালকা ঠোঁটের ঠামে এখন তুমি গাঢ় রঙ্গ আঁকো।

রোজ কপালের আঠা খোয়ানো টিপগুলো এখনো বুঝি জমাও!
কই,একদিনো আর দেখিনা তো ! 
মেয়ে,উপহার এর ওই ডায়েরিটা আজো আছে! 
যেখানে শুধু আমাতে ডুবে থাকতে!

আজ চোখে-মুখে অচেনা তুমি, পুরোনো ফ্রেমে নতুন ছবি,অন্য আলো গায়ে মাখো!
মেয়ে সময় কোথায় সময় পাবে আমায় মনে রাখো!

পুরোনো আবেশ সত্যি কি আর পড়ে না মেয়ে মনে! 
নাকি আমায় ছাড়া একলা চলার অভ্যাসটা আর হয় নি তোমার মোটে!
তাই নতুন মানুষ নিলে সাথে!

পঠিত : ২২৮৯ বার

মন্তব্য: ০