Alapon

নারীর বেদনার কাব্য।মাজহারুল আলম

 
   বিয়ে হয়েও কতো নারী সংসারেতে একা
  স্বামী নামক পুঁজিত ধন হয়না ছোঁয়ে দেখা।
   গহীন রাতে ঘরে ফেরে কিছু বললেই দুষে
না জানি তার মনের ভেতর রাখছে কাকে পুষে।
প্রথম প্রথম আদর সোহাগ সুখও ছিলো কতো
এখন নাকি সব পুরাতন আমার আছে যতো।
নতুন মানুষ খোঁজে বেড়ায় নতুন সুখের আশে
নতুন পেলেই জড়িয়ে রাখে বুকের বাম পাশে।

  তবু আমি আকাশ দেখি তার দু-চোখে চেয়ে
  কবে আবার সুখি হবে আমার সোহাগ পেয়ে।
এরূপ আশায় যাচ্ছে জীবন;মরণও যেনো হয়
সংসার আমার হয় যেনো গো আবার মমতাময়।

#সিলেট থেকে।

পঠিত : ৫৯৬ বার

মন্তব্য: ০