Alapon

মিস করছিলাম

উপমা:হ্যালো আপনি কেমন আছে?
ইমরান:ভালো, আপনি?
উপমা:আমি ভালো আছি, নাহ মানে....রেগে আছেন, কিনা তাই ।
ইমরান:আমি, আপনার উপর মোটেও রেগে  নেই ।
উপমা:সেদিনের ঘটনার জন্য, আমি বেশ অনুতপ্ত,আপনাকে ভুল বুঝছিলাম,
ঠিক হয়নি আমার ছেলেমানুষী কাজ গুলো মিছিমিছি করা  
ইমরান:আপনার হাসিটা, কিন্তু সুন্দর,ঘোমরা মুখে থাকা, আপনাকে মানায়না আপনার এই মিষ্টি কথা গুলো শুনতে ভালো লাগলো, মনে হয় বার বার শুনি ।
আসলো আমি একসেপ্ট করছিলাম,আপনি আমাকে ফোন দিবেন ।
আপনার ফোনের নম্বর দেখে আমি বেশ খুশি হয়েছি ।
উপমা:আমি ভয়ে ভয়ে আপনাকে কল করেছি, যদি আপনি কল, ধরে আমাকে  ইন্সাল্ট করেন বা কল  কেটে দেন তাতে আমি খুব কষ্ট পাবো ।
আমার বান্ধবী জুথি বলল,সাহস করে,
আপনাকে কল দিতে । ইমরান:এই যে আপনি সাহস করে ফোন দিলেন  ওনার কথা শুনে,আমার পক্ষ থেকে আপনার বান্ধবীকে "Thanks" উনি খুব সহজে ব্যাপারটা Solve করে দিলো, নাহলে অনেক কিছু অজানা থেকে যে তো,ভুল বুঝি বাড়তো,বাড়তো দূরুত্ব,সাহস করে কোনো কাজ করবার সাথে মিষ্টি কিছু মায়া লুকিয়ে থাকে,
পরে কিছু মিষ্টি মুহূর্ত পরিণত হয় ।
উপমা:আপনাকে আমি অনেক খুব মিস করছিলাম
ইমরান:আমি আমার মনের কথা কেড়ে বলে দিলেন আমিও এই কয়েদিন ধরে আমাকে মিস করছিলাম ।

পঠিত : ৬৪৭ বার

মন্তব্য: ০