Alapon

উদাসী জীবন

লুকাতে যাচ্ছি প্রতিনিয়ত 
শহর বন্দর ছেড়ে 
বহু দূরে, দূরের পথে 
যেথায় সূর্যাস্তের সাথে 
রাত্রি নামে। 

অন্ধকারের নিকষ রাত্রি 
চলছি আমি একা 
হাঁটছি অচেনা পথে।। 

জীবন যখন থমকে ছিলো 
তখন রাস্তার ধূলো গুলো
ছিলো আমার একান্ত আপন 

অনেক মানুষের ভীড়ে 
যখন হারিয়ে গেলাম 
ভুলে গেলাম আমি কে ?

ডায়েরীর পাতা গুলো 
আজ বড়ই নির্বিকার
বোঝার দায় নেই 
কি আছে লেখা তাতে

কাকে ঘিরে বেঁচে আছি 
খুঁজছি তাকে 
মনের সকল দুয়ার খুলে

উদাসী এই জীবন 
তাকে ছাড়া বিবর্ণ
তারই কারণে চেনা পথ 
বড়ই অচেনা রংয়ে
হচ্ছে ধূসর রঙ্গিন।।

পঠিত : ১৬৫৯ বার

মন্তব্য: ০