Alapon

জোৎস্নাশোভিত রাতের অন্ধ হরিণ

এক জোৎস্নাশোভিত রাতে হরিণদের মধ্যে চাঁদ কার সাথে হাটে এবং কার সম্পদ এসব  নিয়ে তর্ক হচ্ছিল।হরিণদের বয়স ছিল একেবারেই কম।বুঝার ক্ষমতা ছিল না অথবা তারা নিজ চোখের প্রতি কিংবা নিজের উপর  খুব বেশি আস্থা ছিল।অথবা এটাও বলা যায় তারা বিষয়টা পরিক্ষা করেই নিশ্চিত হয়েছে,যে চাঁদ অাসলে তাদের সাথেই ঘুরে।হরিণেরা  যখন বামে যায় চাঁদ তাদের সাথে বামে যায় অাবার ডানে গেলে ডানে যায়।এভাবে অনেক্ষণ ধরে তাদের শুধু তর্কই হয় সমাধান হয় না! এরপর অনেক বছর পর  হরিণদের তখন মধ্য বয়স!  প্রেমানন্দে চাঁদের অালোয় জঙ্গলে ঘুরতে ঘুরতে অাবারো তাদের পুরাতন বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে গেলো। সবাই অালাদা অালাদা ভাবে দাবি করে বসলো চাঁদ শুধু অামার সাথে চলে!। তুমুল ঝগড়াফ্যাসাদের কারণে যৌবনে তাদের মধ্যে তৈরী হওয়া অভিমানের পাহাড়টা এত বিশাল হয়ে উঠে যে বৃদ্ধ হওয়ার অাগে তাদের অার দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু শেষ  বয়সে হরিণদের অাবারো  এক জোৎস্নাশোভিত রাতে দেখা হয়ে যায়, হরিনদের চোখের অালো ক্ষীণ হওয়াতে ভালোভাবে পথচলতে পারেনা।এমনসময় সিংহের এসে ধাওয়া করলো তাদের। হরিণেরা দৌড়াতে লাগল একজন অারেকজনের পিছনে।সেদিনও চাঁদ ছিল, চাঁদও তাদের সাথে দৌড়াতে লাগলো।কিন্তু তারা দেখতে পায়নি! তারা অাসলে অন্ধই ছিল।
    

পঠিত : ৬৯০ বার

মন্তব্য: ০