Alapon

মোর আঁখি

মোর আঁখি মেলি
ভোরের আলো এসে পড়লো
ঘরের মেঝেতে
ঘড়ির কাটা বলে
এইতো ভোর হয়ে গেছে
ঘুম থেকে উঠে পর
তন্দ্রা হারা আমার
এই দুইটি চোখ
কল্পনাতে কার ছবি
দুইটি চোখের তাড়ায়ে
জীবন একটা বই
প্রতি পাতা একটি
করে জীবনের গল্প
মোর আঁখি মেলি
ভোরের আলো । 

*বর্ণনা:একজন কবি সারাদিন যা যা চিন্তা করেছে, খুব সকালে ঘুম থেকে উঠে,তা এই কবিতার মাধ্যমে আমি প্রকাশ করেছি  । তার জীবনে  কে সে ? তার জীবনকে বই পৃষ্ঠার সাথে তুলনা করছে এবং কল্পনাতে তার মনের ভিতরে কোন এক ছবি আঁকছে ।

পঠিত : ১৫২২ বার

মন্তব্য: ০