Alapon

বন্ধন নামক শব্দটা

ভালোবাসা হয় স্বার্থপর
নিজের সাথে বোঝাপড়া
কতদিন আর ?
বন্ধন, নামক শব্দটা
যেন পৃথিবী থেকে
বিলুপ্ত হতে, বসেছে ।
প্রয়োজন ছাড়া কি মানুষকে
আবার কেউ খুঁজে ?
প্রয়োজন ফুরিয়ে গেলে
কেউ চিনেই না ।
সব শেষ
এটাই, মানুষের ধর্ম
যারা মেয়েদের,কলঙ্কিনী বলে
আখ্যায়িত করে,তারা কি জানেন ?
মেয়েদের কত কষ্ট,মেয়েরা
তাদের কত কষ্ট বুকে  নিয়ে   
চড়ে বেড়াই, দিক বেদিক
কয়েকদিন পর,হয়তো  শুনবে,
ভালোবাসা নামক
বস্তুটিকে বেচাকেনা চলছে জনসমর্থে  
টাকার বিনিময়ে ভালোবাসা
স্বার্থপর ভালোবাসা
হয়তো দেখতে হবে বিলবোর্ড
ভালোবাসার নামে ।

পঠিত : ৭৩৫ বার

মন্তব্য: ০