Alapon

এই আমরা হাতটি তুমি ধরো

এই বুঝি দেখা পেলাম তার 
আমার হাতটি তুমি ধরো?
তোমার কথা শুনবো
বলে আমি।।
ভাবছি কত শত
এই আমরা হাতটি ধরো তুমি?
বিয়ের কি ফুতিবে তোমার, আমার ।




ব্যাখ্যা:
পাত্র ও পাত্রীর বিবাহ বন্ধনে অবোধ হওয়াকে
বুঝানো হয়েছে  ।
"এই বুঝছি  দেখা পেলাম তার "
পাত্র পাত্রীর খোঁজ পেয়েছে,
"হাত ধরাকে"
তুলনা করা হয়েছে বিবাহ বন্ধনের সাথে ।

পঠিত : ৬৯৭ বার

মন্তব্য: ০