Alapon

এবং তোমার প্রেম (পর্ব-৭ )

নাদিয়া খালার   কাছে যেয়ে জিজ্ঞাসা করলো  ।
উর্মি খান (নাদিয়ার খালা )
আমাকে  জিজ্ঞাসা না করে, আমার বিয়ে ঠিক করেছে কেন ?খালা তুমিও তাদের সাথে আসো
উর্মি খালা: তোমার  বিয়ের ব্যাপারে আমি কিছুই জানিনা,তোমার  বাবা, মা উপর দিয়ে কথা বলা যায়না,আর দেখতে আসলে বিয়ে হয়ে যায় না
নাদিয়া :আমি কেউকে বিয়ে করতে চাই না, কাউকে বিশ্বাস করিনা, অনেক সময়ে মনে হয়, এই জীবন থেকে যদি একেবারে রেহাই পেয়ে জানতাম  ।
উর্মি খালা: এভাবে বলছো কেন ।
নাদিয়া:তাহলে কি ভাবে বলবো ,বেঁচে থাকে, ইচ্ছে করে না আমার ।
উর্মি খালা : শুক্রুবার আসতে আরোও  চার দিন বাকি ,পাত্রপক্ষ কথা যখন দিয়ে ফেলেছে, এই কথা তো  আর ফিরানো যাবে,এদিকে শোনো,মাথা গরম করে কিছু করতে পারবে না  রেজাল্ট জিরো আসবেই
 নাদিয়া তার খালা দিকে এগিয়ে গেলো,দুইজনের মধ্যে কথা হচ্ছে    ।
(শুক্রুবার)
বসার ঘর
পাত্রপক্ষের পরিবার সদস্যরা, বসার ঘরে বসে আছে,পাত্র মুখে হাসি,পাত্রের বন্ধু পাশে বসে আছে,জামাল সাহেব,আজমল সাহেব (ছেলের বাবা),ছেলের দুলাভাই  মেয়ের বাবা সাথে কোথায় মেতে উঠেছে,
নাদিয়া চাচা, নাদিয়ার চাচী মেয়েকে ঘরে ভিতর থেকে নিয়ে আসতে বললো  ।
নাদিয়ার মা ছেলের পরিবারকে বললো মিষ্টি খাবার জন্য ।
আজমল সাহেব হেসে বলে উঠলো,মিষ্টি  আমার খুব প্রিয় ,আমার বৌর জ্বালায়ে মিষ্টি খেতে পারিনা  ।        
মিসেস রোকেয়া (পাত্র মা) না, সামান্য পরিমান সুগার ওনার খাবারে রাখি ,একদম যে রাখি না, তা কিন্তু না,Actually আমরা খুব হেলথ কনসিউস   ।
মিসেস শাহনাজ :আজকে মিষ্টি খেলে কিছুই হবে না , এই রান্না গুলো আমার মেয়ে নাদিয়া করেছে ও খুব
ভালো রান্না করতে পারে ।
 মিসেস রোকেয়া :আমি শুনেছি জামাল ভাইয়ের কাছে থেকে আপনার মেয়ের রান্নার প্রশংসা ।
নোমান সাদেক (নাদিয়ার বাবা)
নাদিয়ার বাবা ছেলেকে  জিজ্ঞাসা করছে, তুমি যেই ব্যাংক,জব করছো,সেই ব্যাংকে  কি কি, সুবিধা দিয়েছে ।
শাকিল (পাত্র):জি, আঙ্কেল,অনেক সুবিধা দিচ্ছে যেমন ইন্টারেস্ট হার বেশি,লোন নেয়া, লোন পরিষদ করবার সুবিধা,
ইন্টারনেট ব্যাঙ্কিং আরো কিছু ,আঙ্কেল একদিন আসেন আমাদের  অফিসে ।
নোমান সাদেক( নাদিয়া বাবা) :হ্যাঁ,যাবো ,যাবার আগেই তোমাকে ফোন দিয়ে জানিয়ে দিবো, যে যাচ্ছি
শাকিল (পাত্র):জি, আচ্ছা
নাদিয়াকে নিয়ে এলো তার চাচী ও মা   ,  
 রোকেয়া (ছেলের মা):দেখি মা তোমার মুখ, ঘুমটা, সারোও
নাদিয়া ঘুমটা সরালো
ছেলের মা:মাশাআল্লাহ ! খুব সুন্দর
ছেলের ভাবি:আপনি কোথায় পড়েন ?
নাদিয়া মুখে কোনো কথা  নেই, সে এক দৃষ্টিতে, সেন্টার টেবিল উপরে রাখা স্লো picece ফুল গুলোর দিকে তাকিয়ে আছে 
ছেলের ভাবি:আপনি কোথায় পড়েন  ?
নাদিয়ার মামা, আমার নাদিয়া  মা, বেশ লাজুক,নাদিয়া মা বললো, যা জিজ্ঞাসা করছে ?
নাদিয়া:গ্রীন ইউনিভার্সিটি
ছেলের দুলাভাই: কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন ?
নাদিয়া:BSS in Socialogy
ছেলের বন্ধু মুজকি হেসে তার বন্ধু শাকিলের দিকে তাকালো,শাকিল
মনে মনে বেশ বিরক্ত।
ছেলের দুলাভাই:আপনি কি,  এভাবে কথা বলেন... কথার উত্তর দেন না,আমাদের ছেলে কিন্তু বাচাল,
আমি ঠিক উল্টোটা,ব্যাংকার তাই  ।নাদিয়ার  কোনো কথা না বলে ,সে তার  খালার দিকে তাকালো,নাদিয়ার  মার নিরাশ হয়ে নাদিয়ার বাবার দিকে তাকালো,সে নাদিয়ার আচরণে  পাত্রের পরিবারে কাছে লজ্জিত     
শাকিল(পাত্র) নাদিয়ার দিকে তাকিয়ে আছে কিন্তু নাদিয়া একটিবার জন্য পাত্র দিকে তাকালো না 
জামাল সাহেব:শাকিল ,তুমি কোনো  প্রশ্ন করতে চাও?   
 শাকিল(পাত্র) :  না আমার কোনো Question নেই
আজমল সাহেব:মেয়েদের আমার পছন্দ হয়েছে,তাহলে একদিন  দিনকাল দেখে শুভ ব্যাপারটা,আলোচনা,সেরে ফেলা যাক  ।ছেলের বোন তার মায়ের কানে কানে বললো মা এই  মেয়েটা একটা stupid,একটুও ভাইয়ের দিকে  দেখছে  না আমার মনে হয়েছে , কোনো ব্যাপার আছে,বাবাকে তুমি মানা করে, এই মেয়ে বিয়ে করিয়ে, না আবার পোস্তায় ।ছেলের মা ছেলের বাবাকে ধাক্কা দিলো,
মিসেস রোকেয়া:কি পাকাপাকি করতে যাচ্ছিল তুমি?দেখো না,মেয়েটা কি করছে, 

মিসেস রোকেয়া (ছেলের মা ):না..... না, আমরা আরো দেখি,আসলে আমাদের পছন্দ হলে কি  হবে, ছেলের পছন্দ হতে হবে,

নাদিয়া বাবা:বিয়ের ব্যাপারে, দেখে শুনে নেয়াই ভালো ।

আজমল সাহেব:তা তো অবশ্যই

জামাল সাহেব:ভাবি,মেয়ে কিন্তু

মাশাআল্লাহ,অনেক লক্ষী,আমাদের শাকিল সাথে বিয়ে হলে,আপনি  বলবেন আমার বৌমা এই সংসারে এসে ঘর, আলোকিত করেছে 

(সিঁড়িঘর)
পাত্রের পরিবারে সবাই চলে যাচ্ছে , যাবার সময়ে
আজমল সাহেব:ভাই,এই পৃথিবীতে অনেক কিছুই দেখলাম,আমাদের নিজেদের খুশির জন্যই বলেন বাহ স্বার্থের জন্য বলেন, আমাদের ছেলে মেয়েদের ইচ্ছে কোরবানি করতেও আমরা ছাড়ি না,  তাদের মতামত না নিয়ে, তাদের বিয়ে দেই, পরবর্তীতে, তারা বিয়ের পরে, অনেক জামেলার সম্মুখীন হয়ে,তাই বলি কি,আপনার  মায়ের মতামত আগেই জানেন নেন আপনার মেয়ে কি চায়......
এই বিয়ে না হলেই ভাই ,আপনার সাথে একটা সুসম্পর্ক হলো, তা বজায় থাকবে.......জামাল ভাইয়ের এতদিনের অফিস কালিক আপনি,আপনারা সবাই একদিন আমাদের বাসায় আসবেন......   

পঠিত : ৮৭১ বার

মন্তব্য: ০