Alapon

মহাকালের আহ্বান

মহাকালের আহ্বান

আল ফারাবি

মহাকাল আমাকে ডাকছে
সে করুন ডাক কেউ শোনেনা, বুঝেনা
শুধু আমার ভিতরেই বেজে ওঠে।

আমার অস্তিত্বে সহসাই তাকে পাই
একটুখানি চোখ বুজতেই সে হাসে
সহাস্যে বিদ্রুপে আমার প্রতি চটে!

বেখেয়ালি আমি! আমি রুপের দেওয়ানা!
রস ভরা টসটসে মোহময় ধরায় নিমগ্ন আমি
রুপের মন্ত্রে আমি মজনুও বটে!!

এসবই মিছে! এ সবই খেল, তামাশা সবই
দর্শনার্থী শুধু! শুধুই পর্যটক! শুধুই দর্শক!
তবুও ধরাপরে ধরাশায়ী মিথ্যে রসরটে!

আমার রমরমা প্রেম বিরহে আকাশের তারা হাসে
খিলখিলিয়ে গভীর রাতে আমার সাথে মাতে
ধিক জানিয়ে কয় আমারে "মিথ্যে আছো শতে"???

চন্দ্র বাবু মিটমিটে রঙ্গ করে কয়
কত দেখলাম খেল তামাশা, রম্য বিপর্যয়!
সন্ধ্যা নামুক দেখবে মজা বুঝবে রঙ্গরয়!

সকালের সূর্য বিদ্রুপে কয় দেখনা সদাশয়
কি উত্তাপ দুপুরে আমার! তবুও পতন হয়
রাত্রি বুকে হারিয়ে ফেলি অন্ধকার সর্বময়!

তবুও আমি শুনিনা, দেখি না, বুঝি না!!
আমি ফেঁসে যাই সহস্র জালে খেল খেলে
ধ্রুপদি! আমি মিথ্যে প্রেমিকার খপ্পরে!
প্রেমের এ শশ্মানে সবই মায়াবি, মায়াময়
দিনশেষে ছাই বৈ আর কিছু নয়
তারপরও তেড়ে যাই এ ভন্ড মেলায়!

পঠিত : ৮৬৯ বার

মন্তব্য: ০