Alapon

দেশের এহেন অবস্থার জন্য কি আমাদের কোনো দ্বায় নেই...?

এক পরিচিত বড় ভাই হঠাৎ প্রশ্ন করলেন, ‘ঐ পাসপোর্ট করছিস?’
বললাম, ‘নাহ’!
তিনি বললেন, ‘আগামী সপ্তাহে তোর ভাবির আর আমার পাসপোর্ট করাতে যাবো। চল, তোরটাও করে ফেলি। এই শালার দেশে থাকুম না। সব শালারা মারামারি করে মরুক গে, আমরা চলে যাই!’

তার কথা শুনে নীরব হয়ে গেলাম। তিনি হাক ছেড়ে বললেন, ‘কিরে ব্যাটা, কথা কইস না ক্যান! পাসপোর্ট করবি কিনা বল!’

তাকে বললাম, ‘পাসপোর্ট তো করবই। তাই বলে এভাবে চুপি চুপি দেশ ছেড়ে চলে যাওয়াটা কি ঠিক হবে?’

ইদানিংকালে, আশেপাশের প্রায় মানুষের কাছেই দেশ ছেড়ে চলে যাওয়ার কথা শুনছি। ‘দেশ মরুক, আমরা বাঁচি।’ ভাবটা এমনই। অবশ্য দেশের সার্বিক যা অবস্থা তাতে, প্রায়শ মানুষকে এমন ভাবনা ভাবতে বাধ্য হচ্ছে।

আচ্ছা একটাবার কি চিন্তা করে দেখেছেন, ‘দেশের এই অবস্থার জন্য কি আমাদের কোনো দায় নেই?
অবশ্যই আছে। 
কীভাবে? 
তাহলে আপনাদের একটা সমীকরণ দেখাই। আওয়ামীলীগের শাসনাধীন গত ১০ বছরের একটি সমীকরণ তুলে ধরছি।

গত ১০ বছরে আওয়ামীলীগের শাসনামলে খুন হয়েছে, ৩৮ হাজার মানুষ।
গত ১০ বছরে আওয়ামীলীগের শাসনামলে গুম হয়েছে, ৬৬৬০ জন।
গত ১০ বছরে আওয়ামীলীগের শাসনামলে ধর্ষণ হয়েছে, ২২ হাজার ৫৯০ জন।
গত ১০ বছরে আওয়ামীলীগের শাসনামলে মাথাপিছু ঋণ , ৬০ হাজার টাকা।
গত ১০ বছরে আওয়ামীলীগের শাসনামলে টাকা পাচার হয়েছে, ৫ হাজার ৫৮৭ কোটি ৬০ লাখ ডলার। টাকার টাকার অঙ্কে যা ৪ লাখ ৪১ হাজার ৪২০ কোটি টাকা।

গত ১০টা বছরে এত্তো কিছু ঘটে গেল, দেশের নাগরিক হিসেবে আমরা কি কোনো প্রতিবাদ করেছি? এসব গুম, খুন, ধর্ষণ বন্ধের জন্য কি তেমন কোনো জোরালো আন্দোলন করেছি?
নাহ! করিনি।

অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, ‘পৃথিবী কখনো খারাপ মানুষদের জন্য ধ্বংস হবে না, পৃথিবী ধ্বংস হবে ভালো মানুষদের নীরবতার জন্যই’।

বাংলাদেশ যদি কখনো ধ্বংস বা বিলীন হয়ে যায়, তবে তা আওয়ামীলীগ বা বিএনপির কারণে হবে না। এই আপনার, আমার এবং আমাদের আপামর জনতার নীরবতার কারণেই হবে। সেদিন আফসোস করেও কোনো লাভ হবে না কিন্তু...


পঠিত : ২২৫৪ বার

মন্তব্য: ০