Alapon

অণুগল্প : বিস্ফোরণ

শরীরে হঠাৎ গরমের তাপ লাগলো। পিছন ফিরে দেখে,বন্ধ দরজায় আগুনের হলকা!

প্রতিদিন রাতে সোহান তার প্রেমিকার সাথে কথা বলতে বের হয়। ঘরে প্রবেশের একটাই দরজা। সেটা সোহান সামনে থেকে বন্ধ করে প্রতিদিনের মতোই বের হলো। কানে হেডফোন লাগিয়ে কথা বলেই যাচ্ছে। কিন্তু সেদিন ঘরে যে বিস্ফোরণ  ঘটেছিলো,তার শব্দ তার কানেই যায় নি। হয়তো প্রেমে খুবই মত্ত ছিলো সোহান।

ফায়ার সার্ভিস এসে যখন আগুন নিভানোর পর লাশ উদ্ধার করলো, লাশগুলা পাওয়া গেলো, একেবারে দরজার সামনে !

আগুনে পুড়ে তার প্রেমিকার চেয়ে, প্রিয় মানুষেরা তার জন্যই শেষ হয়ে গেলো। দোষটা কার প্রেমের নাকি নিয়তির!

সোহান নিজেকে এখন ক্ষমা করবে কি করে! 


~ রব্বানি রবি
২৫.১২.২০১৮

পঠিত : ১৪০৯ বার

মন্তব্য: ০