Alapon

ক্ষতর চিহ্ন

আলিঙ্গন করেছে মানুষ অতৃপ্ত আত্মাকে
দেহে থেকে খসে পরছে চামড়া
ধর্ষিতা নারীরা,পাইনি তাদের বিচার
তাদের দেহে, মনে, প্রাণে,ক্ষতর চিহ্ন 
চোখ ভরা জল, আর গায়ে, আছড়ে দাগ ।
অবাধ্য পুরুষেরা করছে সন্ত্রাস
খাবলে খাচ্ছে শরীরের হাড় ও মর্যা
হবে কি সুষ্ঠ বিচার
মানুষের আর্তনাত আর কতদিন ?আর কতদিন
কেঁপে উঠেছে মাটি,ভোরে যাচ্ছে গুবরে পোকায়
বলবো ধর্ষিতাদের জায়গা নেই পৃথিবীতে
মুখোশের আড়ালে মানুষ
রক্ত হচ্ছে হিঁম
চামড়া হচ্ছে রক্তাত্ ।
স্বপ্ন শুধুই আলেয়ার আলো
ধর্ষিতার স্বপ্ন  বৃথা হবে
তারা কি নিকশিষ্ট জাত নাকি অজাত  ?
এই প্রশ্ন রেখে গেলো পৃথিবীর বুকে ।

পঠিত : ৬৮২ বার

মন্তব্য: ০